নারায়ণগঞ্জ প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও তার ছেলের জন্য কেনা মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর এই চিঠি পাঠানোর কথা জানান ওই বিএনপির নেতা।
তবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কোনো চিঠি পাননি বলে জানান নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ। তিনি বলেন, ‘এমন কোনো আবেদনপত্র আমার কাছে পৌঁছায়নি। তা ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তা বাতিলের সুযোগ নেই নির্বাচনী বিধিমালায়। সাধারণত মনোনয়নপত্র জমা না দিলে এমনিতেই বাতিল হয়ে যাবে। আর জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হয়।’
চিঠিতে বলা হয়েছে, ‘রোববার সন্ধ্যায় কয়েকজন সাংবাদিক আমার এবং আমার ছেলের নামে মনোনয়নপত্র কিনেছি কিনা তা জানতে চান। আমি তাদের জানাই মনোনয়ন কেনার কোন প্রশ্নই উঠে না। একই সঙ্গে বিষয়টির প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি প্রেরণ করি। আমি জানাতে চাই, নির্বাচন কার্যালয় থেকে আমাদের নামে কাউকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়নি। মনোনয়নপত্র প্রদান করার পূর্বে আমার সঙ্গে কেন যোগাযোগ করা হলো না তা জানতে চাই।’
তিনি আরও বলেন, ‘দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আইনের শাসন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত আমি এবং আমার সন্তান বিএনপির সঙ্গে থেকে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধ পরিকর। কোনো লোভ–লালসা আমাদের আদর্শচ্যুত করতে পারবে না।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ‘গিয়াস উদ্দিন ও তার ছেলে মোহাম্মদ কায়সার রিফাতের নামে যিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তার নাম নাজমুল। তিনি গিয়াস উদ্দিনের আরেক ছেলে নাসিক কাউন্সিলর জিএম সাদরিলের পিএস হিসেবে কাজ করেন। নাজমুল উভয়ের জাতীয় পরিচয়পত্র দিয়েই এই মনোনয়ন সংগ্রহ করেছেন।’

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও তার ছেলের জন্য কেনা মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর এই চিঠি পাঠানোর কথা জানান ওই বিএনপির নেতা।
তবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কোনো চিঠি পাননি বলে জানান নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ। তিনি বলেন, ‘এমন কোনো আবেদনপত্র আমার কাছে পৌঁছায়নি। তা ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তা বাতিলের সুযোগ নেই নির্বাচনী বিধিমালায়। সাধারণত মনোনয়নপত্র জমা না দিলে এমনিতেই বাতিল হয়ে যাবে। আর জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হয়।’
চিঠিতে বলা হয়েছে, ‘রোববার সন্ধ্যায় কয়েকজন সাংবাদিক আমার এবং আমার ছেলের নামে মনোনয়নপত্র কিনেছি কিনা তা জানতে চান। আমি তাদের জানাই মনোনয়ন কেনার কোন প্রশ্নই উঠে না। একই সঙ্গে বিষয়টির প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি প্রেরণ করি। আমি জানাতে চাই, নির্বাচন কার্যালয় থেকে আমাদের নামে কাউকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়নি। মনোনয়নপত্র প্রদান করার পূর্বে আমার সঙ্গে কেন যোগাযোগ করা হলো না তা জানতে চাই।’
তিনি আরও বলেন, ‘দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আইনের শাসন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত আমি এবং আমার সন্তান বিএনপির সঙ্গে থেকে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধ পরিকর। কোনো লোভ–লালসা আমাদের আদর্শচ্যুত করতে পারবে না।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ‘গিয়াস উদ্দিন ও তার ছেলে মোহাম্মদ কায়সার রিফাতের নামে যিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তার নাম নাজমুল। তিনি গিয়াস উদ্দিনের আরেক ছেলে নাসিক কাউন্সিলর জিএম সাদরিলের পিএস হিসেবে কাজ করেন। নাজমুল উভয়ের জাতীয় পরিচয়পত্র দিয়েই এই মনোনয়ন সংগ্রহ করেছেন।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩ ঘণ্টা আগে