নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারের বাণী আজ আর নিভৃতে কাঁদে না। বিচারালয়ে আজ সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। মাহবুবে আলমের মাধ্যমে আমাদের বিচারাঙ্গন সমৃদ্ধ হয়েছে, উপকৃত হয়েছে। তাই জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে আমরা স্মরণ করব শ্রদ্ধাভরে। বহু আলোচিত মামলা নিষ্পত্তিতে তার অবদান কখনোই মুছে যাবে না ইতিহাসের পাতা থেকে।
সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণ সভায় বুধবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মাহবুবে আলম অ্যান্ড অ্যাসোসিয়েট সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, মাহবুবে আলম খুবই পরিশ্রমী ছিলেন। যে আলোর দীপ শিখা আমাদের দান করে গেছেন, তা যুগ যুগ পর্যন্ত বয়ে নিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। আসুন আমরা তাঁর স্মৃতি আজীবন ধরে রাখি। তাঁকে সব সময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। বিচার বিভাগের ইতিহাসে এবং আইনজীবীদের একজন হয়ে মাহবুবে আলম আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, প্রয়াত অ্যাটর্নি মাহবুবে আলম সরকারের প্রত্যেকটা কাজ শতভাগ মনোযোগ দিয়ে করেছেন। আমার সময়ে কোর্ট উত্তাল ছিল। সব গুরুত্বপূর্ণ মামলা আমার সময়ে হয়েছে। সেই সময় মাহবুবে আলম ছিলেন অ্যাটর্নি জেনারেল। এখন অবসরে গিয়ে ঝামেলামুক্ত হয়েছি।
আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান মাহবুবে আলমের নামে ফাউন্ডেশন করার দাবি তোলেন। তিনি বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তির কথা বলে অনেকে আঁতুড় ঘর থেকে রাজপ্রাসাদ গড়েছেন। আর মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে জীবন বাজী রেখে যুদ্ধ করে মাহবুবে আলম কি বিনিময় নিয়েছেন? আজকে জাতির কাছে প্রশ্ন মাহবুবে আলমের পরিবার কী পেল? তার পরিবার কোথায় আছে সেই খবর রাষ্ট্র রাখে? তার পরিবারের নিরাপত্তার জন্য রাষ্ট্রের কোনো চিন্তা আছে?
বিচারপতি মো. নূরুজ্জামান আরও বলেন, স্বাধীনতা বিপক্ষের শক্তি কেউটা সাপ, কাউকে মুক্তি দেবে না, কাউকে রেহাই দেবে না। এক সময় আসবে তারা আঘাত করবে। তারা নীরবে প্রস্তুতি নিচ্ছে আঘাত করার জন্য। আমাদের উচিত হবে মাহবুবে আলমের পরিবারকে নিরাপত্তা দেওয়া। শুধু তাই নয়, যারা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন তাদের পরিবার, তাদের বংশ, তাদের সকলের নিরাপত্তার ব্যবস্থা করা। তা না হলে একদিন আসবে, যারা বিচার করেছে তাদের পরিবার হা হা করবে।
এ সময় আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম. ইনায়েতুর রহীম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সিনিয়র আইনজীবী কে এম সাইফুদ্দিন, প্রবীর নিয়োগী এবং ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবদুল আলীম মিয়া জুয়েল।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারের বাণী আজ আর নিভৃতে কাঁদে না। বিচারালয়ে আজ সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। মাহবুবে আলমের মাধ্যমে আমাদের বিচারাঙ্গন সমৃদ্ধ হয়েছে, উপকৃত হয়েছে। তাই জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে আমরা স্মরণ করব শ্রদ্ধাভরে। বহু আলোচিত মামলা নিষ্পত্তিতে তার অবদান কখনোই মুছে যাবে না ইতিহাসের পাতা থেকে।
সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণ সভায় বুধবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মাহবুবে আলম অ্যান্ড অ্যাসোসিয়েট সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, মাহবুবে আলম খুবই পরিশ্রমী ছিলেন। যে আলোর দীপ শিখা আমাদের দান করে গেছেন, তা যুগ যুগ পর্যন্ত বয়ে নিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। আসুন আমরা তাঁর স্মৃতি আজীবন ধরে রাখি। তাঁকে সব সময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। বিচার বিভাগের ইতিহাসে এবং আইনজীবীদের একজন হয়ে মাহবুবে আলম আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, প্রয়াত অ্যাটর্নি মাহবুবে আলম সরকারের প্রত্যেকটা কাজ শতভাগ মনোযোগ দিয়ে করেছেন। আমার সময়ে কোর্ট উত্তাল ছিল। সব গুরুত্বপূর্ণ মামলা আমার সময়ে হয়েছে। সেই সময় মাহবুবে আলম ছিলেন অ্যাটর্নি জেনারেল। এখন অবসরে গিয়ে ঝামেলামুক্ত হয়েছি।
আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান মাহবুবে আলমের নামে ফাউন্ডেশন করার দাবি তোলেন। তিনি বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তির কথা বলে অনেকে আঁতুড় ঘর থেকে রাজপ্রাসাদ গড়েছেন। আর মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে জীবন বাজী রেখে যুদ্ধ করে মাহবুবে আলম কি বিনিময় নিয়েছেন? আজকে জাতির কাছে প্রশ্ন মাহবুবে আলমের পরিবার কী পেল? তার পরিবার কোথায় আছে সেই খবর রাষ্ট্র রাখে? তার পরিবারের নিরাপত্তার জন্য রাষ্ট্রের কোনো চিন্তা আছে?
বিচারপতি মো. নূরুজ্জামান আরও বলেন, স্বাধীনতা বিপক্ষের শক্তি কেউটা সাপ, কাউকে মুক্তি দেবে না, কাউকে রেহাই দেবে না। এক সময় আসবে তারা আঘাত করবে। তারা নীরবে প্রস্তুতি নিচ্ছে আঘাত করার জন্য। আমাদের উচিত হবে মাহবুবে আলমের পরিবারকে নিরাপত্তা দেওয়া। শুধু তাই নয়, যারা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন তাদের পরিবার, তাদের বংশ, তাদের সকলের নিরাপত্তার ব্যবস্থা করা। তা না হলে একদিন আসবে, যারা বিচার করেছে তাদের পরিবার হা হা করবে।
এ সময় আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম. ইনায়েতুর রহীম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সিনিয়র আইনজীবী কে এম সাইফুদ্দিন, প্রবীর নিয়োগী এবং ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবদুল আলীম মিয়া জুয়েল।

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে সংলগ্ন মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বাঁধ এবং কাছাকাছি থাকা দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ফলে
৫ মিনিট আগে
বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে