ঢামেক প্রতিবেদক

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-ভাতার দাবিতে করা আন্দোলনে হঠাৎ অসুস্থ হয়ে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ সিং (৪০)। তিনি গাজীপুর জয়দেবপুরের স্টাইল ক্র্যাফট লিমিটেডের জ্যেষ্ঠ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রামপ্রসাদ। সহকর্মীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন জানান, গাজীপুরের ওই কারখানাটিতে দীর্ঘদিন ধরে চাকরি করতেন রামপ্রসাদ সিং। কারখানায় ২০১৯ সালের পর থেকে বেতন-ভাতা অনিয়মিত। কয়েক মাস পর এক মাসের বেতন পরিশোধ করা হয়। সর্বশেষ গত ১৪ মাসের বেতন-ভাতা বাকি। এই বেতন-ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তাঁরা। পাঁচ দিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আড়াই শ শ্রমিক আন্দোলন করে আসছিলেন।
কারখানাটির কোয়ালিটি এক্সিকিউটিভ দ্বীন ইসলাম জানান, আন্দোলনরত অবস্থায় কোয়ালিটি নির্বাহী রামপ্রসাদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রামপ্রসাদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তিনি অবিবাহিত ছিলেন। থাকতেন গাজীপুর চৌরাস্তা লক্ষ্মীপুরা এলাকায়।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে বিজয়নগর থেকে ওই ব্যক্তির সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-ভাতার দাবিতে করা আন্দোলনে হঠাৎ অসুস্থ হয়ে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ সিং (৪০)। তিনি গাজীপুর জয়দেবপুরের স্টাইল ক্র্যাফট লিমিটেডের জ্যেষ্ঠ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রামপ্রসাদ। সহকর্মীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন জানান, গাজীপুরের ওই কারখানাটিতে দীর্ঘদিন ধরে চাকরি করতেন রামপ্রসাদ সিং। কারখানায় ২০১৯ সালের পর থেকে বেতন-ভাতা অনিয়মিত। কয়েক মাস পর এক মাসের বেতন পরিশোধ করা হয়। সর্বশেষ গত ১৪ মাসের বেতন-ভাতা বাকি। এই বেতন-ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তাঁরা। পাঁচ দিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আড়াই শ শ্রমিক আন্দোলন করে আসছিলেন।
কারখানাটির কোয়ালিটি এক্সিকিউটিভ দ্বীন ইসলাম জানান, আন্দোলনরত অবস্থায় কোয়ালিটি নির্বাহী রামপ্রসাদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রামপ্রসাদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তিনি অবিবাহিত ছিলেন। থাকতেন গাজীপুর চৌরাস্তা লক্ষ্মীপুরা এলাকায়।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে বিজয়নগর থেকে ওই ব্যক্তির সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৫ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৯ মিনিট আগে