ঢামেক প্রতিবেদক

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-ভাতার দাবিতে করা আন্দোলনে হঠাৎ অসুস্থ হয়ে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ সিং (৪০)। তিনি গাজীপুর জয়দেবপুরের স্টাইল ক্র্যাফট লিমিটেডের জ্যেষ্ঠ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রামপ্রসাদ। সহকর্মীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন জানান, গাজীপুরের ওই কারখানাটিতে দীর্ঘদিন ধরে চাকরি করতেন রামপ্রসাদ সিং। কারখানায় ২০১৯ সালের পর থেকে বেতন-ভাতা অনিয়মিত। কয়েক মাস পর এক মাসের বেতন পরিশোধ করা হয়। সর্বশেষ গত ১৪ মাসের বেতন-ভাতা বাকি। এই বেতন-ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তাঁরা। পাঁচ দিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আড়াই শ শ্রমিক আন্দোলন করে আসছিলেন।
কারখানাটির কোয়ালিটি এক্সিকিউটিভ দ্বীন ইসলাম জানান, আন্দোলনরত অবস্থায় কোয়ালিটি নির্বাহী রামপ্রসাদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রামপ্রসাদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তিনি অবিবাহিত ছিলেন। থাকতেন গাজীপুর চৌরাস্তা লক্ষ্মীপুরা এলাকায়।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে বিজয়নগর থেকে ওই ব্যক্তির সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-ভাতার দাবিতে করা আন্দোলনে হঠাৎ অসুস্থ হয়ে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ সিং (৪০)। তিনি গাজীপুর জয়দেবপুরের স্টাইল ক্র্যাফট লিমিটেডের জ্যেষ্ঠ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রামপ্রসাদ। সহকর্মীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন জানান, গাজীপুরের ওই কারখানাটিতে দীর্ঘদিন ধরে চাকরি করতেন রামপ্রসাদ সিং। কারখানায় ২০১৯ সালের পর থেকে বেতন-ভাতা অনিয়মিত। কয়েক মাস পর এক মাসের বেতন পরিশোধ করা হয়। সর্বশেষ গত ১৪ মাসের বেতন-ভাতা বাকি। এই বেতন-ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তাঁরা। পাঁচ দিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আড়াই শ শ্রমিক আন্দোলন করে আসছিলেন।
কারখানাটির কোয়ালিটি এক্সিকিউটিভ দ্বীন ইসলাম জানান, আন্দোলনরত অবস্থায় কোয়ালিটি নির্বাহী রামপ্রসাদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রামপ্রসাদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তিনি অবিবাহিত ছিলেন। থাকতেন গাজীপুর চৌরাস্তা লক্ষ্মীপুরা এলাকায়।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে বিজয়নগর থেকে ওই ব্যক্তির সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে