Ajker Patrika

নরসিংদী সেতুর নিচ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

রায়পুরা ও নরসিংদী প্রতিনিধি
বেলাব সেতুর নিচ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা
বেলাব সেতুর নিচ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর বেলাব সেতুর নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর (১৮) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের খামারেরচর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, দূরে কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সন্ধ্যার দিকে খামারেরচর সেতুর নিচে খালের শুকনো স্থানে বিবস্ত্র বস্তায় ঢাকা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তাঁর বয়স আনুমানিক ১৮-১৯ বছর। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কেউ তা জানাতে পারেনি।

ওসি মীর মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বারৈচা বাসস্ট্যান্ডসংলগ্ন খামারেরচর সেতুর নিচে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা-পুলিশ বিবস্ত্র অবস্থায় ওই নারীর লাশটি উদ্ধার করে।

পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত