
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধুর শেখ মুজিব সাফারি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে মামলাটি দায়ের করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম।
অভিযুক্ত মো. তবিবুর রহমান যশোর জেলার কেশবপুর মধ্যকুল গ্রামের করিম বক্সের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সরকারি কাজে অনিয়ম ও সম্পত্তি অনিষ্ট সাধনের কারণে তবিবুর রহমানের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের সাফারি পার্কে ১১ জেব্রা মারা যাওয়ার ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বন বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জরুরি ভাবে অবহিত করেননি। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড আহ্বান অথবা থানায় জিডি করেননি, যা দায়িত্ব অবহেলার মধ্যে পড়ে। এ সকল বিষয় সামনে এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রাণী মৃত্যু ঘটনায় পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম মোল্লা বলেন, পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ১১টি প্রাণী মৃত্যু ঘটনায় দায়িত্ব অবহেলা, বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন। এ সকল বিষয় মাথায় নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রেজাউল করিম বলেন, প্রাণী কল্যাণ আইন ২০১৯ ধারা (৬) এবং দণ্ড বিধির ৪২৮ ধারা আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধুর শেখ মুজিব সাফারি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে মামলাটি দায়ের করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম।
অভিযুক্ত মো. তবিবুর রহমান যশোর জেলার কেশবপুর মধ্যকুল গ্রামের করিম বক্সের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সরকারি কাজে অনিয়ম ও সম্পত্তি অনিষ্ট সাধনের কারণে তবিবুর রহমানের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের সাফারি পার্কে ১১ জেব্রা মারা যাওয়ার ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বন বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জরুরি ভাবে অবহিত করেননি। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড আহ্বান অথবা থানায় জিডি করেননি, যা দায়িত্ব অবহেলার মধ্যে পড়ে। এ সকল বিষয় সামনে এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রাণী মৃত্যু ঘটনায় পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম মোল্লা বলেন, পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ১১টি প্রাণী মৃত্যু ঘটনায় দায়িত্ব অবহেলা, বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন। এ সকল বিষয় মাথায় নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রেজাউল করিম বলেন, প্রাণী কল্যাণ আইন ২০১৯ ধারা (৬) এবং দণ্ড বিধির ৪২৮ ধারা আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৫ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
১৯ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
১৯ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৩ মিনিট আগে