ঢাবি প্রতিনিধি

নিজ আবেদনের প্রেক্ষিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অব্যাহতি দেন। তাঁর (ইমতিয়াজ) জায়গায় দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘অধ্যাপক ইমতিয়াজের নিজ থেকে অব্যাহতি চেয়েছেন তাই তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার আগে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিক সমাজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাঁর অভিযোগের বিষয়ে বক্তব্য দিয়েছেন। সবটুকু মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি, ‘দুঃখিত, এখন কথা বলতে পারব না’ বলে খুদেবার্তা পাঠান।
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি অনলাইন গণমাধ্যমের মতামত কলামে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের লেখা বই ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’—এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে নিয়ে অবমাননার অভিযোগ তুলেন। গত ২ এপ্রিল বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ইমতিয়াজে অপসারণের দাবিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ করেন মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সংগঠন। একই দাবি তুলে গত ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালকের পদ থেকে অব্যাহতি ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতিও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এদিকে অভিযোগ খতিয়ে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ফকরুল আলমকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার আগে তাকে (ইমতিয়াজ) অব্যাহতি দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিজ আবেদনের প্রেক্ষিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অব্যাহতি দেন। তাঁর (ইমতিয়াজ) জায়গায় দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘অধ্যাপক ইমতিয়াজের নিজ থেকে অব্যাহতি চেয়েছেন তাই তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার আগে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিক সমাজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাঁর অভিযোগের বিষয়ে বক্তব্য দিয়েছেন। সবটুকু মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি, ‘দুঃখিত, এখন কথা বলতে পারব না’ বলে খুদেবার্তা পাঠান।
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি অনলাইন গণমাধ্যমের মতামত কলামে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের লেখা বই ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’—এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে নিয়ে অবমাননার অভিযোগ তুলেন। গত ২ এপ্রিল বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ইমতিয়াজে অপসারণের দাবিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ করেন মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সংগঠন। একই দাবি তুলে গত ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালকের পদ থেকে অব্যাহতি ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতিও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এদিকে অভিযোগ খতিয়ে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ফকরুল আলমকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার আগে তাকে (ইমতিয়াজ) অব্যাহতি দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
২২ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৭ মিনিট আগে