শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে আনুমানিক দেড় বছর বয়সী একটি শিশুকে রাস্তা থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পরিবারের সদস্যদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে শিবচর থানা-পুলিশ।
গতকাল শনিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার যাদুয়ারচর সেতুর কাছে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পথচারীরা।
শিবচর থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এমন সময় শিবচরের যাদুয়ারচর সেতুর কাছে সড়কে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান পথচারীরা। পরে শিশুটির আশপাশে কেউ আছে কি না, খোঁজ নিলে কাউকে পাওয়া যায়নি। পরে শিশুটিকে উদ্ধার করে শিবচর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে ঝড়ের রাতে নির্জন রাস্তায় বৃষ্টির মধ্যে শিশুটিকে হামাগুড়ি অবস্থায় দেখে অনেকের মধ্যেই বিস্ময় জাগে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ‘শিশুটিকে আমাদের হেফাজতে রেখেছি। এটা দুঃখজনক, রাতে বৃষ্টির মধ্যে শিশুটি রাস্তায় পড়ে ছিল! তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছি। এখন পর্যন্ত শিশুটিকে শনাক্ত করতে কেউ আসেনি।’
মাদারীপুরের শিবচরে আনুমানিক দেড় বছর বয়সী একটি শিশুকে রাস্তা থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পরিবারের সদস্যদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে শিবচর থানা-পুলিশ।
গতকাল শনিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার যাদুয়ারচর সেতুর কাছে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পথচারীরা।
শিবচর থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এমন সময় শিবচরের যাদুয়ারচর সেতুর কাছে সড়কে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান পথচারীরা। পরে শিশুটির আশপাশে কেউ আছে কি না, খোঁজ নিলে কাউকে পাওয়া যায়নি। পরে শিশুটিকে উদ্ধার করে শিবচর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে ঝড়ের রাতে নির্জন রাস্তায় বৃষ্টির মধ্যে শিশুটিকে হামাগুড়ি অবস্থায় দেখে অনেকের মধ্যেই বিস্ময় জাগে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ‘শিশুটিকে আমাদের হেফাজতে রেখেছি। এটা দুঃখজনক, রাতে বৃষ্টির মধ্যে শিশুটি রাস্তায় পড়ে ছিল! তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছি। এখন পর্যন্ত শিশুটিকে শনাক্ত করতে কেউ আসেনি।’
বিষের বোতল হাতে স্ত্রী-সন্তানসহ সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়ের এক ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান প্রভাব খাটিয়ে তাদের বংশীয় জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। হামলা-মামলার হুমকির মুখে তারা এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন যে, আত্মহত্যা ছাড়া আর কোন
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠসংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর সামনে লেকপাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে হঠাৎ করে তাকে লেকের পানিতে ভাসতে দেখা যায়।
১ ঘণ্টা আগেশনিবার রাত ১০ টার দিকে নদী সংলগ্ন স্থানীয়রা দূর্গন্ধ পায়। দূর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নদীর মাঝখানে কচুরীপানার মধ্যে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এর আগে গত ২ জুলাই রাত ১০ টার দিকে পরিবারের কাউকে না জানিয়েই ঘর থেকে বের হয়ে যায় এনায়েত।
২ ঘণ্টা আগেস্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষকদের কোনো জবাবদিহিতা নেই। সহকারী শিক্ষক সাহানা বেগম গত ১৫ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি অসুস্থতার অজুহাতে ঢাকায় পরিবার নিয়ে বসবাস করছেন। আর প্রধান শিক্ষক ইচ্ছেমতো বিদ্যালয়ে আসেন, কোনো নিয়ম-কানুন নেই।’
২ ঘণ্টা আগে