নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিযোগিতা করে চালানোর সময় রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ঘষায় একই পরিবহনের অপর একটি বাসের লুকিং গ্লাস ভেঙে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লুকিং গ্লাস ভেঙে যাওয়া বাসের স্টাফরা এসে অপর বাসের চালককে মারধর করেন। এতে অসুস্থ হয়ে চালক রাসেল মাতুব্বর (৩২) ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার মৃত্যুবরণ করেন। ঘটনার পরে মারধরের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক। তিনি বলেন, গতকাল মগবাজারে ঘটনার সূত্রপাত হয়। সেখানে প্রতিযোগিতা করে বাস চালানোর সময় লুকিং গ্লাস ভেঙে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে এসে তাঁরা মারামারিতে জড়িয়ে পড়েন। সেখানে একজন বাসচালক আহত হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা নেওয়া হচ্ছে উল্লেখ করে ওসি আরও বলেন, ‘ঘটনার সময় মারধরে যে বেশি ভূমিকা রেখেছিল তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আপাতত তার নাম বলছি না। আরও যারা দোষী তাদেরও আইনের আওতায় আনা হবে।’
নিহত চালকের ছোট ভাই মো. বাদশা বলেন, ‘আমার ভাইয়ের মরদেহ এখনো পোস্টমর্টেম হয়নি। এটা সম্পন্ন হলে তাকে আমরা গ্রামের বাড়ি শরীয়তপুরে নিয়ে দাফন করব। এই ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি।’
তিনি অভিযোগ করেন, ‘গতকাল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে তিন রাস্তার মোড়ে বাসের লুকিং গ্লাস ভেঙে যাওয়াকে কেন্দ্র করে চালকের আসনে থাকা ভাইকে মারধর করে অন্য বাসের স্টাফরা। এতে অসুস্থ হয়ে পড়েন আমার ভাই। মারধরের শিকার আমার ভাই অসুস্থ অবস্থায় রায়েরবাজারে ভাড়া বাসায় চলে যায়। বাসায় ফিরে রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিছুক্ষণ পর ডাক্তার ভাইকে মৃত ঘোষণা করেন।’
জানা গেছে, নিহত বাসচালক রাসেলের বাড়ি শরীয়তপুর জেলার পালং উপজেলার দক্ষিণ শাওলা গ্রামে। বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান ১ নম্বর গেটের পাশে একটি বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিযোগিতা করে চালানোর সময় রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ঘষায় একই পরিবহনের অপর একটি বাসের লুকিং গ্লাস ভেঙে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লুকিং গ্লাস ভেঙে যাওয়া বাসের স্টাফরা এসে অপর বাসের চালককে মারধর করেন। এতে অসুস্থ হয়ে চালক রাসেল মাতুব্বর (৩২) ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার মৃত্যুবরণ করেন। ঘটনার পরে মারধরের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক। তিনি বলেন, গতকাল মগবাজারে ঘটনার সূত্রপাত হয়। সেখানে প্রতিযোগিতা করে বাস চালানোর সময় লুকিং গ্লাস ভেঙে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে এসে তাঁরা মারামারিতে জড়িয়ে পড়েন। সেখানে একজন বাসচালক আহত হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা নেওয়া হচ্ছে উল্লেখ করে ওসি আরও বলেন, ‘ঘটনার সময় মারধরে যে বেশি ভূমিকা রেখেছিল তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আপাতত তার নাম বলছি না। আরও যারা দোষী তাদেরও আইনের আওতায় আনা হবে।’
নিহত চালকের ছোট ভাই মো. বাদশা বলেন, ‘আমার ভাইয়ের মরদেহ এখনো পোস্টমর্টেম হয়নি। এটা সম্পন্ন হলে তাকে আমরা গ্রামের বাড়ি শরীয়তপুরে নিয়ে দাফন করব। এই ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি।’
তিনি অভিযোগ করেন, ‘গতকাল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে তিন রাস্তার মোড়ে বাসের লুকিং গ্লাস ভেঙে যাওয়াকে কেন্দ্র করে চালকের আসনে থাকা ভাইকে মারধর করে অন্য বাসের স্টাফরা। এতে অসুস্থ হয়ে পড়েন আমার ভাই। মারধরের শিকার আমার ভাই অসুস্থ অবস্থায় রায়েরবাজারে ভাড়া বাসায় চলে যায়। বাসায় ফিরে রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিছুক্ষণ পর ডাক্তার ভাইকে মৃত ঘোষণা করেন।’
জানা গেছে, নিহত বাসচালক রাসেলের বাড়ি শরীয়তপুর জেলার পালং উপজেলার দক্ষিণ শাওলা গ্রামে। বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান ১ নম্বর গেটের পাশে একটি বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে