Ajker Patrika

গৃহকর্মীদের পেশাগত স্বীকৃতির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গৃহকর্মীদের পেশাগত স্বীকৃতির দাবি

গৃহকর্মীদের পেশার স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা)। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত অ্যাডভোকেসি মিটিং ফর ডোমেস্টিক ওয়ার্কার্স রাইট শীর্ষক কর্মশালায় এ দাবি তোলা হয়।

কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফরিদা ইয়াসমিন। সেটিতে বলা হয়, গৃহশ্রমিক কনভেনশন ২০১১ অনুমোদন হলে গৃহশ্রমিকদের পাশাপাশি বিভিন্ন দেশে কর্মরত অভিবাসী শ্রমিকগনও উপকৃত হবে। এতে গৃহশ্রমিকদের বিষয়ে সরকারের দায়িত্ব ও দায়বদ্ধতার পাশাপাশি যেসব দেশে আমাদের গৃহশ্রমিকরা যায় সেসব দেশের প্রতি অভিবাসী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা প্রাপ্তিতে চাপ প্রয়োগ করা সহজ হবে। 

কর্মশালা থেকে বক্তারা বলেন, গৃহকর্মীদের সুরক্ষা দিতে হলে সবার আগে তাদের কাজকে আইনি স্বীকৃতি দিতে হবে। তাদের পেশাকে পেশা হিসেবে ঘোষণা দিতে হবে এবং গৃহশ্রমিক কনভেনশন-২০১১ ও গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার আলোকে ভিন্ন আইন প্রণয়ন করতে হবে। 

বমসার চেয়ারম্যান লিলি জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাংসদ শামীম হায়দার পাটওয়ারী।  প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব  লেবার স্টাডিজের পরিচালক নাজমা আক্তার, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিনিধি বাবুল হোসেন, আওয়াজ মাইগ্রেশনের জেনারেল সেক্রেটারি আনিসুর রহমান খান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত