ঢামেক প্রতিনিধি

রাজধানীর কলাবাগান শেখ রাসেল স্কয়ার মোড়ে কাভার্ড ভ্যান চাপায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, জাকির হোসেন (৩৫) ও জন বিশ্বাস (৩৭)। মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর বুধবার সকালে স্বজনেরা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এসে মরদেহ দুটি শনাক্ত করেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশাকে চাপা দিয়ে রাসেল স্কয়ারের অস্থায়ী ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যায়। এতে রিকশার দুই যাত্রী মারা যায়। এ ঘটনায় আরও দুজন আহত হন।
নিহত জাকিরের মামা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি দিনাজপুর জেলার জেলার খানসামা থানার গোয়ালডিহি গ্রামে। বাবার নাম নাজিমুদ্দিন। মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় সাকসেস ডেন্টাল নামে একটি ল্যাবরেটরির টেকনিশিয়ান ছিলেন জাকির। থাকতেন ওই ল্যাবেই। জাকিরেরর স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে গ্রামে থাকেন।
নিহত জনের ফুপাতো ভাই রাজু আহমেদ জানান, জন বিশ্বাসও সাকসেস ডেন্টাল ল্যাবের টেকনিশিয়ান ছিলেন। বর্তমানে ওই ল্যাবেই থাকতেন। তাদের বাড়ি খুলনা জেলার দাকোপ থানার লাউডোব গ্রামে। জনের বাবার নাম পুলিন বিশ্বাস। স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে গ্রামের বাড়িতে থাকেন।
আব্দুর রহিম জানান, গতরাতে দুই সহকর্মী জাকির ও ফুটবল খেলা দেখার জন্য টিএসসিতে যায়। সেখানে খেলা না দেখানোয় তাঁরা রিকশায় করে নবোদয় হাউজিংয়ে ফিরে যাচ্ছিলেন। কলাবাগান রাসেল স্কয়ারে আসলে দুর্ঘটনার শিকার হন। সংবাদ পেয়ে সকালে ঢামেক হাসপাতালে এসে মরদেহ দুটি শনাক্ত করি।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, গত রাতে শেখ রাসেল স্কয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান রিকশাকে চাপা দিয়ে অস্থায়ী ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যায়। এতে রিকশা আরোহী দুজন ঘটনাস্থলে মারা গেছেন। প্রথমে তাদের পরিচয় জানা না গেলেও পরে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। আহত রিকশা চালক খোকন মিয়াকে (৩০) উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পা ও হাত ভেঙে গেছে। আহত আরও একজনকে গণস্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়েছিল। তার নাম জানা যায়নি।
এসআই আরও জানান, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর কলাবাগান শেখ রাসেল স্কয়ার মোড়ে কাভার্ড ভ্যান চাপায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, জাকির হোসেন (৩৫) ও জন বিশ্বাস (৩৭)। মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর বুধবার সকালে স্বজনেরা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এসে মরদেহ দুটি শনাক্ত করেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশাকে চাপা দিয়ে রাসেল স্কয়ারের অস্থায়ী ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যায়। এতে রিকশার দুই যাত্রী মারা যায়। এ ঘটনায় আরও দুজন আহত হন।
নিহত জাকিরের মামা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি দিনাজপুর জেলার জেলার খানসামা থানার গোয়ালডিহি গ্রামে। বাবার নাম নাজিমুদ্দিন। মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় সাকসেস ডেন্টাল নামে একটি ল্যাবরেটরির টেকনিশিয়ান ছিলেন জাকির। থাকতেন ওই ল্যাবেই। জাকিরেরর স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে গ্রামে থাকেন।
নিহত জনের ফুপাতো ভাই রাজু আহমেদ জানান, জন বিশ্বাসও সাকসেস ডেন্টাল ল্যাবের টেকনিশিয়ান ছিলেন। বর্তমানে ওই ল্যাবেই থাকতেন। তাদের বাড়ি খুলনা জেলার দাকোপ থানার লাউডোব গ্রামে। জনের বাবার নাম পুলিন বিশ্বাস। স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে গ্রামের বাড়িতে থাকেন।
আব্দুর রহিম জানান, গতরাতে দুই সহকর্মী জাকির ও ফুটবল খেলা দেখার জন্য টিএসসিতে যায়। সেখানে খেলা না দেখানোয় তাঁরা রিকশায় করে নবোদয় হাউজিংয়ে ফিরে যাচ্ছিলেন। কলাবাগান রাসেল স্কয়ারে আসলে দুর্ঘটনার শিকার হন। সংবাদ পেয়ে সকালে ঢামেক হাসপাতালে এসে মরদেহ দুটি শনাক্ত করি।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, গত রাতে শেখ রাসেল স্কয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান রিকশাকে চাপা দিয়ে অস্থায়ী ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যায়। এতে রিকশা আরোহী দুজন ঘটনাস্থলে মারা গেছেন। প্রথমে তাদের পরিচয় জানা না গেলেও পরে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। আহত রিকশা চালক খোকন মিয়াকে (৩০) উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পা ও হাত ভেঙে গেছে। আহত আরও একজনকে গণস্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়েছিল। তার নাম জানা যায়নি।
এসআই আরও জানান, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
৩০ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে