নরসিংদী প্রতিনিধি

নরসিংদী পৌরসভা মোড়সংলগ্ন সিঅ্যান্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন মোজাম্মেল মিয়া (২০)। আসামি কাউছার একই মার্কেটের অন্য একটি কাপড়ের দোকানের কর্মচারী। গত সোমবার (১৮ আগস্ট) মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির ছিটা লাগে। এ সময় তাঁর মোবাইল নষ্ট হয়েছে বলে মোজাম্মেলের কাছে জরিমানা দাবি করেন কাউছার। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।
এর জেরে গত বুধবার (২০ আগস্ট) সকালে মোজাম্মেল বাড়ি থেকে বের হলে কথা আছে বলে তাঁকে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠসংলগ্ন স্বপনের বাড়ির সামনে নিয়ে যান কাউছার। সেখানে পূর্বপরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করেন আসামিরা।
মোজাম্মেল হত্যায় গ্রেপ্তার ব্যক্তিদের জবানবন্দি ও জিজ্ঞাসাবাদের বরাতে আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান
পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন।
নিহত মোজাম্মেল মিয়া (২০) নরসিংদীর রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া। তাঁকে খুনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে রাকিব মিয়া (২৫)। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) কুমিল্লার শাসনগাছা ও রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার রাকিব আদালতে দেওয়া জবানবন্দিতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোস্তাইন হোসেন।

নরসিংদী পৌরসভা মোড়সংলগ্ন সিঅ্যান্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন মোজাম্মেল মিয়া (২০)। আসামি কাউছার একই মার্কেটের অন্য একটি কাপড়ের দোকানের কর্মচারী। গত সোমবার (১৮ আগস্ট) মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির ছিটা লাগে। এ সময় তাঁর মোবাইল নষ্ট হয়েছে বলে মোজাম্মেলের কাছে জরিমানা দাবি করেন কাউছার। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।
এর জেরে গত বুধবার (২০ আগস্ট) সকালে মোজাম্মেল বাড়ি থেকে বের হলে কথা আছে বলে তাঁকে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠসংলগ্ন স্বপনের বাড়ির সামনে নিয়ে যান কাউছার। সেখানে পূর্বপরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করেন আসামিরা।
মোজাম্মেল হত্যায় গ্রেপ্তার ব্যক্তিদের জবানবন্দি ও জিজ্ঞাসাবাদের বরাতে আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান
পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন।
নিহত মোজাম্মেল মিয়া (২০) নরসিংদীর রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া। তাঁকে খুনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে রাকিব মিয়া (২৫)। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) কুমিল্লার শাসনগাছা ও রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার রাকিব আদালতে দেওয়া জবানবন্দিতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোস্তাইন হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে