Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ হওয়ার ৬ মাসেও হয়নি সিবিএ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেয়াদোত্তীর্ণ হওয়ার ৬ মাসেও হয়নি সিবিএ নির্বাচন

সোনারগাঁও হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে গত এপ্রিল মাসে। কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাসেও নির্বাচনের কোন উদ্যোগ নেয়নি বর্তমান কমিটি। শ্রম অধিদপ্তর সাত দফা চিঠি দিয়ে নির্দেশনা দিলেও, তবুও নির্বাচন নিয়ে চলছে গড়িমসি। 

সংশ্লিষ্টরা বলছেন, সঠিক সময়ে নির্বাচন না হওয়ায় সাধারণ কর্মচারীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। অনেক সাধারণ শ্রমিক কর্মচারীরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি ভোট দেওয়ার সুযোগ না পেয়ে অনেককেই চলে যেতে হচ্ছে অবসরে। অভিযোগ রয়েছে, ক্ষমতাধর কারও ইন্ধনে বর্তমান সিবিএ কমিটির নেতাদের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মানসিকতায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে। শ্রমিক অসন্তোষে যে কোন সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন সাধারণ কর্মচারীরা। 

তবে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সোনারগাঁও হোটেলে শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুটো পক্ষই ক্ষমতাসীন দলের সমর্থক। নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব শ্রম অধিদপ্তরের। তা বাস্তবায়নে হোটেলের ম্যানেজমেন্ট ভূমিকা রাখতে পারে। 

শ্রম অধিদপ্তরের পরিচালক আবু আশরীফ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বার চিঠি দিয়েছি। শ্রমিকদের দুই পক্ষ ও ম্যানেজমেন্টের সঙ্গে গত সপ্তাহে মিটিং করেছি। কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়েছে গত এপ্রিল মাসে। এর মধ্যে নির্বাচন করার কথা, কিন্তু তারা করোনার দোহাই দিয়ে করছেন না।’ 

এমন পরিস্থিতিতে যেকোনো সময় বর্তমান কমিটির কার্যক্রম স্থগিত হতে পারে জানিয়ে শ্রম অধিদপ্তরের এই পরিচালক বলেন, ‘শ্রম আইন না মানলে হয়তো তাঁদের কার্যাদেশ স্থগিত করতে পারি, এতে আবার হোটেল ক্ষতিগ্রস্ত হবে। এখন যে পর্যায়ে আছে, এমনও হতে পারে নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটি কোন কার্যক্রম করতে পারবে না।’ 

শ্রমিক-কর্মচারীরা জানান, গত ৯ এপ্রিল বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী, এর এক মাস আগে বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন করতে হয়। এ জন্য গত ৪ ফেব্রুয়ারি নোটিশও জারি করে কমিটি। কিন্তু সভার দিনদুপুরে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। এর পর শ্রমিক অধিদপ্তর থেকে সাত দফা চিঠি ও একাধিকবার মিটিং করলেও, পরিস্থিতির পরিবর্তন হয়নি। এতে পাঁচতারকা এই হোটেলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন তাঁরা। 

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। এত দিন মেয়াদোত্তীর্ণ কমিটি করোনার অজুহাতে দেরি করছিল। আমরা নির্দেশনা দিয়েছি, শিগগিরই নির্বাচন কমিশন গঠন করতে হবে। যেকোনো সময় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত