Ajker Patrika

উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩

আজকের পত্রিকা ডেস্ক­
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুকুর আলী (২৯), কালু মিয়া (৩০), সজীব মিয়া (২৮), রমজান হোসেন (২২), সুমন ইসলাম (২১), সাকিব আল হাসান (২০), রাসেল মিয়া (২৪), মো. আশাদুল (২০), আল আমিন (২২), শাকিল রহমান (২২), গোলাম রাব্বি (১৯), মো. মোস্তফা (১৯) ও কৈলাশ রায় (৪৪)।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, একটি চাকু, দুটি রড ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, উত্তরার স্লুইসগেট, আব্দুল্লাহপুর, হাউস বিল্ডিং ও বিএনএস সেন্টার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা হয়েছে। বাকি ছয়জন পূর্বের একটি ডাকাতি মামলার আসামি এবং এবার ছিনতাইয়ের চেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মঙ্গলবার সকালে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত