প্রতিনিধি, বেলাব (নরসিংদী)

চলমান লকডাউনে নরসিংদীর বেলাবতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। পেটের তাগিদে যারা দিনকে রাত করে জীবিকা নির্বাহ করছে, আজ সেই কর্মজীবী মানুষগুলো কর্মহীন। করোনার প্রথম ধাক্কা সামলে না উঠতেই দ্বিতীয় ধাক্কায় যেন ছিন্নভিন্ন হয়ে গেছে তাদের রঙিন জীবন। তাঁরা আর সামাল দিতে পারছে না সংসার নামক অভিশপ্ত ঘানি। করোনায় প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তে রেকর্ড ভাঙছে। এমতাবস্থায় মানুষের জীবন কবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলতে পারছে না কেউই।
করোনার দ্বিতীয় ঢেউ আরও কঠিন অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে জনজীবনকে। দরিদ্র মানুষের হার বেড়েই চলছে। মহামারির প্রথম ও দ্বিতীয় আঘাতের কারণে মানুষের আয় কমেছে কয়েক গুন। ছোট বড় সব ব্যবসা-বাণিজ্যের অবস্থাও খারাপ। করোনার আগে দরিদ্র মানুষের হার ছিল ২০ শতাংশ। বর্তমানে তা বেড়ে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। করোনার প্রথম ও দ্বিতীয় আঘাতে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। করোনায় রাজধানীসহ দেশের অন্যান্য জেলার মতোই এর প্রভাব পড়ছে নরসিংদী জেলাতেও।
বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের খেটে খাওয়া শ্রমিকদের সর্দার মো. চান মিয়া বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়েছি। আমরা কেউ কাজে যেতে পারছি না। কাজ না থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে আছি। সরকারের থকেও কোনো সাহায্যে পাচ্ছি না। আশা করি সরকার আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়াবে।
বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা বলেন, এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষেরা অনেক দিন ধরে কর্মহীন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করছি।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার মনে করেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষেরা। এসব মানুষদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখাই প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।

চলমান লকডাউনে নরসিংদীর বেলাবতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। পেটের তাগিদে যারা দিনকে রাত করে জীবিকা নির্বাহ করছে, আজ সেই কর্মজীবী মানুষগুলো কর্মহীন। করোনার প্রথম ধাক্কা সামলে না উঠতেই দ্বিতীয় ধাক্কায় যেন ছিন্নভিন্ন হয়ে গেছে তাদের রঙিন জীবন। তাঁরা আর সামাল দিতে পারছে না সংসার নামক অভিশপ্ত ঘানি। করোনায় প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তে রেকর্ড ভাঙছে। এমতাবস্থায় মানুষের জীবন কবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলতে পারছে না কেউই।
করোনার দ্বিতীয় ঢেউ আরও কঠিন অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে জনজীবনকে। দরিদ্র মানুষের হার বেড়েই চলছে। মহামারির প্রথম ও দ্বিতীয় আঘাতের কারণে মানুষের আয় কমেছে কয়েক গুন। ছোট বড় সব ব্যবসা-বাণিজ্যের অবস্থাও খারাপ। করোনার আগে দরিদ্র মানুষের হার ছিল ২০ শতাংশ। বর্তমানে তা বেড়ে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। করোনার প্রথম ও দ্বিতীয় আঘাতে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। করোনায় রাজধানীসহ দেশের অন্যান্য জেলার মতোই এর প্রভাব পড়ছে নরসিংদী জেলাতেও।
বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের খেটে খাওয়া শ্রমিকদের সর্দার মো. চান মিয়া বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়েছি। আমরা কেউ কাজে যেতে পারছি না। কাজ না থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে আছি। সরকারের থকেও কোনো সাহায্যে পাচ্ছি না। আশা করি সরকার আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়াবে।
বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা বলেন, এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষেরা অনেক দিন ধরে কর্মহীন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করছি।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার মনে করেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষেরা। এসব মানুষদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখাই প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৪ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩০ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে