
ছেলে মেহেদীর আবদার ছিল ঈদের আগে তাঁকে একটি মোটরসাইকেল কিনে দিতে হবে। এই আবদার মেটাতে কয়েক দিন আগে ছেলেকে একটি মোটরসাইকেল কিনেও দেন বাবা। কিন্তু সেই মোটরসাইকেলই কাল হয়ে দাঁড়াল মেহেদীর জন্য। গতকাল মঙ্গলবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয় মেহেদী। এরপর আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।
মেহেদীর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া গ্রাম। তিনি ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। মেহেদী মাওনা পিয়াল আলী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিল।
মেহেদীর বাবা আব্দুল মালেক বলেন, ছেলে বায়না করে ঈদের আগেই নতুন মোটরসাইকেল কিনে দিতে হবে। সে জন্য একটি নতুন মোটরসাইকেল কিনে দিই। কয়েকদিন ধরে কলেজের বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরছে। গতকাল মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বের হয় মেহেদী। মোটরসাইকেল নিয়ে গাজীপুর ইউনিয়নের ডীম স্কয়ার রিসোর্টের সামনে পৌঁছা মাত্র দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন যুবক গুরুতর আহত হয়।
আব্দুল মালেক বলেন, এতে গুরুতর আহত হয় মেহেদী। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর চিকিৎসা চলে। পরবর্তীতে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গুরুতর আহত মো. শাহিন ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছে বলে জানা যায়। তাঁর বাড়ি মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামে।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, মাওনা গাজীপুর সড়কের আজুগীরচালা গ্রামের ডীম স্কয়ার রিসোর্টের সামনে দ্রুত গতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মেহেদীর মৃত্যু হয়েছে। মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর বলেন, মরদেহ বিনা ময়নাতদন্তের জন্য দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ছেলে মেহেদীর আবদার ছিল ঈদের আগে তাঁকে একটি মোটরসাইকেল কিনে দিতে হবে। এই আবদার মেটাতে কয়েক দিন আগে ছেলেকে একটি মোটরসাইকেল কিনেও দেন বাবা। কিন্তু সেই মোটরসাইকেলই কাল হয়ে দাঁড়াল মেহেদীর জন্য। গতকাল মঙ্গলবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয় মেহেদী। এরপর আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।
মেহেদীর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া গ্রাম। তিনি ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। মেহেদী মাওনা পিয়াল আলী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিল।
মেহেদীর বাবা আব্দুল মালেক বলেন, ছেলে বায়না করে ঈদের আগেই নতুন মোটরসাইকেল কিনে দিতে হবে। সে জন্য একটি নতুন মোটরসাইকেল কিনে দিই। কয়েকদিন ধরে কলেজের বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরছে। গতকাল মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বের হয় মেহেদী। মোটরসাইকেল নিয়ে গাজীপুর ইউনিয়নের ডীম স্কয়ার রিসোর্টের সামনে পৌঁছা মাত্র দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন যুবক গুরুতর আহত হয়।
আব্দুল মালেক বলেন, এতে গুরুতর আহত হয় মেহেদী। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর চিকিৎসা চলে। পরবর্তীতে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গুরুতর আহত মো. শাহিন ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছে বলে জানা যায়। তাঁর বাড়ি মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামে।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, মাওনা গাজীপুর সড়কের আজুগীরচালা গ্রামের ডীম স্কয়ার রিসোর্টের সামনে দ্রুত গতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মেহেদীর মৃত্যু হয়েছে। মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর বলেন, মরদেহ বিনা ময়নাতদন্তের জন্য দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
১২ মিনিট আগে
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
১ ঘণ্টা আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
১ ঘণ্টা আগে