
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার খাদ্য ও বন্ধুত্বের ৫০ বছর উদ্যাপন করেছে মার্কিন দূতাবাস। এ উপলক্ষে একটি ভার্চুয়াল বাজার প্রদর্শনীর আয়োজন করা হয়। মার্কিন দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ ও ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রশাসক ড্যানিয়েল হুইটলি এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনটি চলে ২১ ও ২২ জুন। মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আয়োজন মার্কিন রপ্তানিকারকদের সঙ্গে খাদ্য ও পানীয় পরিবেশক ও আমদানিকারকদের সাক্ষাতের সুযোগ করে দিয়েছে।
২০২০ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৯ হাজার ৩০০ কোটি টাকার কৃষি ও খাদ্যপণ্য আমদানি করেছে। মার্কিন রপ্তানিকারকেরা দেশটির কাঠবাদাম, বেকারির উপাদান, স্ন্যাকস, ফলের রস ও মসলার জন্য বাংলাদেশে নতুন বাজার খুঁজছেন। বাংলাদেশের অর্থনীতির আকার বৃদ্ধি, মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি, উচ্চমূল্যের পণ্যগুলোর চাহিদা বৃদ্ধি এবং বাংলাদেশে তরুণ ভোক্তাদের কাছে খাবার ও রেস্তোরাঁর চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মিস লাফেভ বলেন, ‘বাংলাদেশের সম্প্রসারিত খাদ্যের বাজারে মার্কিন পণ্যের চাহিদা বাড়ায় আমি সন্তুষ্ট। ভোক্তারা আমাদের পণ্যের উচ্চ গুণমান এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা রাখছে। আমাদের বাজার ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। কারণ যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র ভোক্তাদের চাহিদা পূরণে সব সময় সৃষ্টিশীল উপায়ে সহজলভ্য ও স্বাস্থ্যকর খাদ্য সরবরাহ করে থাকে।’
বাংলাদেশে এ ধরনের আয়োজন প্রথম। আয়োজনে ভার্চুয়াল বাজার প্রদর্শনী ছাড়াও ইউএস ফরেন এগ্রিকালচারাল সার্ভিস অন্যান্য কার্যক্রম পরিচালনা করেছে। যেমন—যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি ও বিনিময় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার খাদ্য ও বন্ধুত্বের ৫০ বছর উদ্যাপন করেছে মার্কিন দূতাবাস। এ উপলক্ষে একটি ভার্চুয়াল বাজার প্রদর্শনীর আয়োজন করা হয়। মার্কিন দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ ও ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রশাসক ড্যানিয়েল হুইটলি এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনটি চলে ২১ ও ২২ জুন। মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আয়োজন মার্কিন রপ্তানিকারকদের সঙ্গে খাদ্য ও পানীয় পরিবেশক ও আমদানিকারকদের সাক্ষাতের সুযোগ করে দিয়েছে।
২০২০ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৯ হাজার ৩০০ কোটি টাকার কৃষি ও খাদ্যপণ্য আমদানি করেছে। মার্কিন রপ্তানিকারকেরা দেশটির কাঠবাদাম, বেকারির উপাদান, স্ন্যাকস, ফলের রস ও মসলার জন্য বাংলাদেশে নতুন বাজার খুঁজছেন। বাংলাদেশের অর্থনীতির আকার বৃদ্ধি, মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি, উচ্চমূল্যের পণ্যগুলোর চাহিদা বৃদ্ধি এবং বাংলাদেশে তরুণ ভোক্তাদের কাছে খাবার ও রেস্তোরাঁর চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মিস লাফেভ বলেন, ‘বাংলাদেশের সম্প্রসারিত খাদ্যের বাজারে মার্কিন পণ্যের চাহিদা বাড়ায় আমি সন্তুষ্ট। ভোক্তারা আমাদের পণ্যের উচ্চ গুণমান এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা রাখছে। আমাদের বাজার ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। কারণ যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র ভোক্তাদের চাহিদা পূরণে সব সময় সৃষ্টিশীল উপায়ে সহজলভ্য ও স্বাস্থ্যকর খাদ্য সরবরাহ করে থাকে।’
বাংলাদেশে এ ধরনের আয়োজন প্রথম। আয়োজনে ভার্চুয়াল বাজার প্রদর্শনী ছাড়াও ইউএস ফরেন এগ্রিকালচারাল সার্ভিস অন্যান্য কার্যক্রম পরিচালনা করেছে। যেমন—যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি ও বিনিময় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
২১ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে