নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভ্রূণ হত্যার অভিযোগ এনে পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী এক নারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অভিযোগটি আমলে নিয়ে এক যুগ্ম সচিবকে তদন্তের দায়িত্বও দিয়েছিলেন। তদন্ত চলাকালীন সেই কর্মকর্তার সঙ্গেই এবার সরকারি কাজে বিদেশ যাচ্ছেন অভিযুক্তসহ তিন কর্মকর্তা।
গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার উপ সচিব আব্দুল মতিন স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে দেখা গেছে, সোমবার ২১ মার্চ থেকে পরবর্তী কয়েক দিনের মধ্যে পাঁচ দিনের জন্য তাদের আমেরিকা যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ‘মোবাইল নজরদারি টাওয়ারে’ ফ্যাক্টরি একসেপটেন্স টেস্টের জন্য তারা যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল ফজল মীরের সঙ্গে যাচ্ছেন সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মহিউদ্দিন ফারুকী ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই যুগ্ম সচিব ইতিমধ্যে দুদিন আগে বিদেশে পাড়ি দিয়েছেন। আর পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। তবে তারাও গিয়েছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখায় যোগাযোগ করলেও তারা কোনো তথ্য দিতে পারেননি।
এদিকে ভুক্তভোগী ওই নারী আজকের পত্রিকাকে বলেছেন, ‘তাঁর লিখিত অভিযোগের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। গত ফেব্রুয়ারি ৭ তারিখে এই তদন্তকারী কর্মকর্তা যুগ্ম সচিব মো. আবুল ফজলুল মীরের সঙ্গে দেখা করে সমস্ত কাগজপত্র দিয়ে এসেছেন। সে তদন্ত চলমান। এর মাঝেই অভিযুক্তের সঙ্গে বিদেশ যাত্রায় সঠিক বিচার না পাওয়ার শঙ্কা দেখছেন তিনি।’
অন্যদিকে ওই তদন্ত চলাকালীনই ভ্রূণ হত্যার অভিযোগে মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী। গত মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতের এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৮ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানিয়েছেন, ইতিমধ্যে তদন্তের ভার দেওয়া হয়েছে ডিবি রমনা শাখাকে। সেই শাখার উপকমিশনার (ডিসি) আজিমুল হককে কয়েকবার ফোন দেওয়া হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভ্রূণ হত্যার অভিযোগ এনে পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী এক নারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অভিযোগটি আমলে নিয়ে এক যুগ্ম সচিবকে তদন্তের দায়িত্বও দিয়েছিলেন। তদন্ত চলাকালীন সেই কর্মকর্তার সঙ্গেই এবার সরকারি কাজে বিদেশ যাচ্ছেন অভিযুক্তসহ তিন কর্মকর্তা।
গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার উপ সচিব আব্দুল মতিন স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে দেখা গেছে, সোমবার ২১ মার্চ থেকে পরবর্তী কয়েক দিনের মধ্যে পাঁচ দিনের জন্য তাদের আমেরিকা যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ‘মোবাইল নজরদারি টাওয়ারে’ ফ্যাক্টরি একসেপটেন্স টেস্টের জন্য তারা যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল ফজল মীরের সঙ্গে যাচ্ছেন সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মহিউদ্দিন ফারুকী ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই যুগ্ম সচিব ইতিমধ্যে দুদিন আগে বিদেশে পাড়ি দিয়েছেন। আর পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। তবে তারাও গিয়েছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখায় যোগাযোগ করলেও তারা কোনো তথ্য দিতে পারেননি।
এদিকে ভুক্তভোগী ওই নারী আজকের পত্রিকাকে বলেছেন, ‘তাঁর লিখিত অভিযোগের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। গত ফেব্রুয়ারি ৭ তারিখে এই তদন্তকারী কর্মকর্তা যুগ্ম সচিব মো. আবুল ফজলুল মীরের সঙ্গে দেখা করে সমস্ত কাগজপত্র দিয়ে এসেছেন। সে তদন্ত চলমান। এর মাঝেই অভিযুক্তের সঙ্গে বিদেশ যাত্রায় সঠিক বিচার না পাওয়ার শঙ্কা দেখছেন তিনি।’
অন্যদিকে ওই তদন্ত চলাকালীনই ভ্রূণ হত্যার অভিযোগে মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী। গত মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতের এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৮ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানিয়েছেন, ইতিমধ্যে তদন্তের ভার দেওয়া হয়েছে ডিবি রমনা শাখাকে। সেই শাখার উপকমিশনার (ডিসি) আজিমুল হককে কয়েকবার ফোন দেওয়া হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিগত ২০২৫ সালে রাজধানীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে রাত ও সকালে। আর দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে। ২০২৫ সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব...
৪ মিনিট আগে
১ মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চাল নিয়ে দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
২৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
৩০ মিনিট আগে