নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার দুই মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩২ নেতা-কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক পৃথকভাবে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর এই রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
ভাটারা থানার মামলায় ১৫ জনের কারাদণ্ড
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় ১৫ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই রায় দেন। তবে এ মামলায় আদালত দুজনকে খালাস দিয়েছেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুর রহিম, আজহার আলম, আবু বক্কর সিদ্দিক ও আব্দুল লতিফ।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর ভাটারা থানার বসুন্ধরা মেইন গেটে বিএনপি নেতা–কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে মিছিল-সমাবেশ করেন। পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন ও পুলিশের কাজে বাধা দেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ জুন ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
হাজারীবাগ থানার মামলায় ১৭ জনের কারাদণ্ড
রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীকে দুই বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই রায় দেন।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৫ সালের ২৯ আগস্ট হাজারীবাগের ভাগলপুর লেনে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে তল্লাশির জন্য গেলে পুলিশের কর্তব্যকাজে বিএনপি নেতা-কর্মীরা বাধা সৃষ্টি করেন এবং পুলিশের ওপর হামলা চালান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর তদন্ত শেষে একই বছরের ২৪ অক্টোবর ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

নাশকতার দুই মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩২ নেতা-কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক পৃথকভাবে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর এই রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
ভাটারা থানার মামলায় ১৫ জনের কারাদণ্ড
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় ১৫ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই রায় দেন। তবে এ মামলায় আদালত দুজনকে খালাস দিয়েছেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুর রহিম, আজহার আলম, আবু বক্কর সিদ্দিক ও আব্দুল লতিফ।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর ভাটারা থানার বসুন্ধরা মেইন গেটে বিএনপি নেতা–কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে মিছিল-সমাবেশ করেন। পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন ও পুলিশের কাজে বাধা দেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ জুন ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
হাজারীবাগ থানার মামলায় ১৭ জনের কারাদণ্ড
রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীকে দুই বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই রায় দেন।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৫ সালের ২৯ আগস্ট হাজারীবাগের ভাগলপুর লেনে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে তল্লাশির জন্য গেলে পুলিশের কর্তব্যকাজে বিএনপি নেতা-কর্মীরা বাধা সৃষ্টি করেন এবং পুলিশের ওপর হামলা চালান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর তদন্ত শেষে একই বছরের ২৪ অক্টোবর ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে