নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার দুই মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩২ নেতা-কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক পৃথকভাবে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর এই রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
ভাটারা থানার মামলায় ১৫ জনের কারাদণ্ড
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় ১৫ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই রায় দেন। তবে এ মামলায় আদালত দুজনকে খালাস দিয়েছেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুর রহিম, আজহার আলম, আবু বক্কর সিদ্দিক ও আব্দুল লতিফ।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর ভাটারা থানার বসুন্ধরা মেইন গেটে বিএনপি নেতা–কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে মিছিল-সমাবেশ করেন। পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন ও পুলিশের কাজে বাধা দেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ জুন ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
হাজারীবাগ থানার মামলায় ১৭ জনের কারাদণ্ড
রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীকে দুই বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই রায় দেন।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৫ সালের ২৯ আগস্ট হাজারীবাগের ভাগলপুর লেনে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে তল্লাশির জন্য গেলে পুলিশের কর্তব্যকাজে বিএনপি নেতা-কর্মীরা বাধা সৃষ্টি করেন এবং পুলিশের ওপর হামলা চালান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর তদন্ত শেষে একই বছরের ২৪ অক্টোবর ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

নাশকতার দুই মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩২ নেতা-কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক পৃথকভাবে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর এই রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
ভাটারা থানার মামলায় ১৫ জনের কারাদণ্ড
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় ১৫ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই রায় দেন। তবে এ মামলায় আদালত দুজনকে খালাস দিয়েছেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুর রহিম, আজহার আলম, আবু বক্কর সিদ্দিক ও আব্দুল লতিফ।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর ভাটারা থানার বসুন্ধরা মেইন গেটে বিএনপি নেতা–কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে মিছিল-সমাবেশ করেন। পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন ও পুলিশের কাজে বাধা দেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ জুন ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
হাজারীবাগ থানার মামলায় ১৭ জনের কারাদণ্ড
রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীকে দুই বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই রায় দেন।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৫ সালের ২৯ আগস্ট হাজারীবাগের ভাগলপুর লেনে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে তল্লাশির জন্য গেলে পুলিশের কর্তব্যকাজে বিএনপি নেতা-কর্মীরা বাধা সৃষ্টি করেন এবং পুলিশের ওপর হামলা চালান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর তদন্ত শেষে একই বছরের ২৪ অক্টোবর ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩৪ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৪২ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে