Ajker Patrika

মালিকানা দ্বন্দ্বে চাকরি হারাল ১৭ কর্মকর্তা

মালিকানা দ্বন্দ্বে চাকরি হারাল ১৭ কর্মকর্তা

গাজীপুরের শ্রীপুরে প্যারাডাইস স্পিনিং মিলস লিমিটেডের মালিকানার দ্বন্দ্বে চাকরি হারালেন ১৭ কর্মকর্তা ও কর্মচারী। গতকাল শনিবার পূর্বঘোষিত কোন আইনি নোটিশ ছাড়াই তাঁদের চাকরিচ্যুতি করেন কারখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে আজ রোববার শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

অভিযোগ সূত্রে জানা যায়, কারখানাটির বৈধ মালিক মজিবুর রহমান দেশের বাইরে থাকার কারণে কারখানাটি জুয়েল ব্রাদার্সের কাছে ভাড়া দেওয়া হয়। যাহা চুক্তিনামায় ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে। কিন্তু কোম্পানির মালিক মজিবুর রহমান দেশের বাইরে থাকায় তাঁর ভাই মোবারক হোসেন কোম্পানিটি দখল করে শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা না দিয়ে তা বন্ধ করে দেয়। 

ভুক্তভোগীরা জানান, উপজেলার মুলাইদ এলাকায় অবস্থিত প্যারাডাইস কারখানার কর্তৃপক্ষ পূর্বঘোষিত কোন আইনি নোটিশ ছাড়াই গতকাল ১৭ জন কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুতি করেন। এ সময় তাঁদের কোন বেতনভাতা বা নিয়ম অনুযায়ী কোন ক্ষতিপূরণ দেওয়া হয়নি। 

ভুক্তভোগীরা আরও জানান, পাওনা টাকা না পেয়ে কারখানার ডেপুটি ম্যানেজার হাফিজুর রহমান বাদী হয়ে কারখানার মালিক মুজিবুর রহমানের ভাই মোবারক হোসেনের বিরুদ্ধে আজ শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। 
 
শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। কারকানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া নিব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত