ঢাবি প্রতিনিধি

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আটক ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানার পুলিশ।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগের নেতা মো. নাজিম উদ্দিনের করা মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৪০ থেকে ১৫০ জনকে।
ছাত্র অধিকার পরিষদ গ্রেপ্তার হওয়া ২৪ জনের মধ্যে ২২ জনের নাম জানিয়েছে। তাঁরা হলেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, মামুনুর রশীদ মামুন, সহসম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হুসাইন, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, কর্মী সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহসাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারী, পল্টন থানার সদস্য মো. রাকিব, ডেমরা থানার সদস্য আরিফুর রহমান আরিফ, ঢাকা কলেজ শাখার সাবেক সহসভাপতি মো. রাকিব, সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ ও সোহরাওয়ার্দী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার। বাকি দুজনের নাম জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘গতকাল (শুক্রবার) সংঘর্ষের ঘটনায় মো. নাজিম উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতা ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ভিত্তিতে যাচাইবাছাই ও জিজ্ঞাসাবাদ করে ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আটক ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানার পুলিশ।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগের নেতা মো. নাজিম উদ্দিনের করা মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৪০ থেকে ১৫০ জনকে।
ছাত্র অধিকার পরিষদ গ্রেপ্তার হওয়া ২৪ জনের মধ্যে ২২ জনের নাম জানিয়েছে। তাঁরা হলেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, মামুনুর রশীদ মামুন, সহসম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হুসাইন, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, কর্মী সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহসাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারী, পল্টন থানার সদস্য মো. রাকিব, ডেমরা থানার সদস্য আরিফুর রহমান আরিফ, ঢাকা কলেজ শাখার সাবেক সহসভাপতি মো. রাকিব, সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ ও সোহরাওয়ার্দী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার। বাকি দুজনের নাম জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘গতকাল (শুক্রবার) সংঘর্ষের ঘটনায় মো. নাজিম উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতা ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ভিত্তিতে যাচাইবাছাই ও জিজ্ঞাসাবাদ করে ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে