ঢাবি প্রতিনিধি

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আটক ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানার পুলিশ।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগের নেতা মো. নাজিম উদ্দিনের করা মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৪০ থেকে ১৫০ জনকে।
ছাত্র অধিকার পরিষদ গ্রেপ্তার হওয়া ২৪ জনের মধ্যে ২২ জনের নাম জানিয়েছে। তাঁরা হলেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, মামুনুর রশীদ মামুন, সহসম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হুসাইন, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, কর্মী সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহসাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারী, পল্টন থানার সদস্য মো. রাকিব, ডেমরা থানার সদস্য আরিফুর রহমান আরিফ, ঢাকা কলেজ শাখার সাবেক সহসভাপতি মো. রাকিব, সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ ও সোহরাওয়ার্দী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার। বাকি দুজনের নাম জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘গতকাল (শুক্রবার) সংঘর্ষের ঘটনায় মো. নাজিম উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতা ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ভিত্তিতে যাচাইবাছাই ও জিজ্ঞাসাবাদ করে ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আটক ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানার পুলিশ।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগের নেতা মো. নাজিম উদ্দিনের করা মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৪০ থেকে ১৫০ জনকে।
ছাত্র অধিকার পরিষদ গ্রেপ্তার হওয়া ২৪ জনের মধ্যে ২২ জনের নাম জানিয়েছে। তাঁরা হলেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, মামুনুর রশীদ মামুন, সহসম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হুসাইন, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, কর্মী সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহসাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারী, পল্টন থানার সদস্য মো. রাকিব, ডেমরা থানার সদস্য আরিফুর রহমান আরিফ, ঢাকা কলেজ শাখার সাবেক সহসভাপতি মো. রাকিব, সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ ও সোহরাওয়ার্দী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার। বাকি দুজনের নাম জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘গতকাল (শুক্রবার) সংঘর্ষের ঘটনায় মো. নাজিম উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতা ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ভিত্তিতে যাচাইবাছাই ও জিজ্ঞাসাবাদ করে ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
১২ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে