নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যাপভিত্তিক অবৈধ সুদের কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার প্রতারক চক্রের দুই চীনাসহ সাতজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে নিউ মিরাকল ফিনটেক বিডি নামের প্রতিষ্ঠানের ১৮ জনকে আটক করা হয়। পরে যাচাইবাছাই করে সাতজনকে আদালতে হাজির করা হয়।
রিমান্ডে যাওয়া সাত আসামি হলেন চীনা নাগরিক হি মিংশি ও ইয়াং সিকি, মজুমদার ফজলে গোফরান, আহসান কামাল, হিমেল অর রশিদ, নাজমুস সাকিব ও জেরিন তাসনিম বিনতে ইসলাম।
এর আগে গত মঙ্গল ও বুধবার ডিবির সাইবার অ্যান্ড সিরিয়াস ক্রাইম বিভাগ সুদের কারবারে জড়িত পৃথক প্রতিষ্ঠানের পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁরা সরকারি অনুমোদন ছাড়া থান্ডার লাইট টেকনোলজি লিমিটেড, নিউ ভিশন ফিনটেক লিমিটেড ও বেসিক ডেভেলপমেন্ট সোসাইটির নামে আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করত। গ্রেপ্তার হওয়া সেই পাঁচ আসামিকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার আজকের পত্রিকাকে বলেন, 'নিউ মিরাকল ফিনটেক বিডির মূল প্রতিষ্ঠান চীনের। বাংলাদেশ ও চায়নার অংশীদারত্বের মাধ্যমে তারা এদেশে ব্যবসা শুরু করে। ব্যবসা বাংলাদেশের আইনসিদ্ধ না। উচ্চ সুদের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমরা প্রতিষ্ঠানটির ১৮ জনকে আটক করেছিলাম। যাচাইবাছাই করে ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ৭ জনকে গ্রেপ্তার করেছি। তাদের দুদিনের রিমান্ডে এনেছে পুলিশ। বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।'
মামলায় অভিযোগে বলা হয়, ঋণদাতা অ্যাপের সার্ভার চীনে অবস্থিত। সেখানে থেকে পরিচালিত হয়। কিছু চীনা নাগরিক বাংলাদেশি নাগরিককে সহায়তার নামে এসব অ্যাপের মাধ্যমে জামানতবিহীন স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভনে গ্রাহক আকৃষ্ট করে। তাদের বিজ্ঞাপনে আকৃষ্ট গ্রাহকেরা ঋণ নিয়ে উচ্চহারে সুদ দিয়ে প্রতারিত হচ্ছে।

অ্যাপভিত্তিক অবৈধ সুদের কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার প্রতারক চক্রের দুই চীনাসহ সাতজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে নিউ মিরাকল ফিনটেক বিডি নামের প্রতিষ্ঠানের ১৮ জনকে আটক করা হয়। পরে যাচাইবাছাই করে সাতজনকে আদালতে হাজির করা হয়।
রিমান্ডে যাওয়া সাত আসামি হলেন চীনা নাগরিক হি মিংশি ও ইয়াং সিকি, মজুমদার ফজলে গোফরান, আহসান কামাল, হিমেল অর রশিদ, নাজমুস সাকিব ও জেরিন তাসনিম বিনতে ইসলাম।
এর আগে গত মঙ্গল ও বুধবার ডিবির সাইবার অ্যান্ড সিরিয়াস ক্রাইম বিভাগ সুদের কারবারে জড়িত পৃথক প্রতিষ্ঠানের পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁরা সরকারি অনুমোদন ছাড়া থান্ডার লাইট টেকনোলজি লিমিটেড, নিউ ভিশন ফিনটেক লিমিটেড ও বেসিক ডেভেলপমেন্ট সোসাইটির নামে আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করত। গ্রেপ্তার হওয়া সেই পাঁচ আসামিকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার আজকের পত্রিকাকে বলেন, 'নিউ মিরাকল ফিনটেক বিডির মূল প্রতিষ্ঠান চীনের। বাংলাদেশ ও চায়নার অংশীদারত্বের মাধ্যমে তারা এদেশে ব্যবসা শুরু করে। ব্যবসা বাংলাদেশের আইনসিদ্ধ না। উচ্চ সুদের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমরা প্রতিষ্ঠানটির ১৮ জনকে আটক করেছিলাম। যাচাইবাছাই করে ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ৭ জনকে গ্রেপ্তার করেছি। তাদের দুদিনের রিমান্ডে এনেছে পুলিশ। বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।'
মামলায় অভিযোগে বলা হয়, ঋণদাতা অ্যাপের সার্ভার চীনে অবস্থিত। সেখানে থেকে পরিচালিত হয়। কিছু চীনা নাগরিক বাংলাদেশি নাগরিককে সহায়তার নামে এসব অ্যাপের মাধ্যমে জামানতবিহীন স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভনে গ্রাহক আকৃষ্ট করে। তাদের বিজ্ঞাপনে আকৃষ্ট গ্রাহকেরা ঋণ নিয়ে উচ্চহারে সুদ দিয়ে প্রতারিত হচ্ছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে