নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাড়ির চালকদের নিয়মিত দৃষ্টিশক্তি পরীক্ষা করানো হলে প্রতিবছর সড়কে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত বিনা মূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য এসব কথা বলেন। ডিআরইউ–এর এ আয়োজনে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘রাতের বেলায় অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। এর কারণ হলো, অনেক গাড়িচালক চোখের রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে তাঁরা চোখ পরীক্ষা করান না। তাদের অনেকেই এক চোখে দেখে, অন্য চোখে দেখে না। এতে চোখের ভারসাম্য হারিয়ে তাঁরা ঠিকমতো দেখতে পারেন না বলে দুর্ঘটনা ঘটে। এ জন্য মানুষের জীবন রক্ষায় গাড়িচালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা করাতে হবে।’
সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব দিয়ে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসিআরে (বার্ষিক গোপন প্রতিবেদন) শারীরিক পরীক্ষার একটি সনদ জমা দিতে হয়। এ সময় সরকারি কর্মকর্তারা যেন অন্যান্য সকল পরীক্ষার সঙ্গে চক্ষু পরীক্ষাও করান সে বিষয়ে জোর দিতে হবে।’
বাচ্চাদেরও নিয়মিত চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘অনেক বাচ্চারই পরীক্ষা ভালো না করার পেছনে এই চক্ষু রোগ দায়ী। এতে বাচ্চারা মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য ৫ বছর বয়সে স্কুলে ভর্তির আগে বাচ্চাদের চক্ষু পরীক্ষা করাতে হবে।’
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এ ছাড়া লায়ন্স জেলা কনভেনশন চেয়ারপারসন নওজাত সারওয়াত ইসলাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত চলে ক্যাম্পেইন। এতে ডিআরইউর প্রায় ২০০ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সেবা নেন।

গাড়ির চালকদের নিয়মিত দৃষ্টিশক্তি পরীক্ষা করানো হলে প্রতিবছর সড়কে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত বিনা মূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য এসব কথা বলেন। ডিআরইউ–এর এ আয়োজনে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘রাতের বেলায় অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। এর কারণ হলো, অনেক গাড়িচালক চোখের রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে তাঁরা চোখ পরীক্ষা করান না। তাদের অনেকেই এক চোখে দেখে, অন্য চোখে দেখে না। এতে চোখের ভারসাম্য হারিয়ে তাঁরা ঠিকমতো দেখতে পারেন না বলে দুর্ঘটনা ঘটে। এ জন্য মানুষের জীবন রক্ষায় গাড়িচালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা করাতে হবে।’
সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব দিয়ে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসিআরে (বার্ষিক গোপন প্রতিবেদন) শারীরিক পরীক্ষার একটি সনদ জমা দিতে হয়। এ সময় সরকারি কর্মকর্তারা যেন অন্যান্য সকল পরীক্ষার সঙ্গে চক্ষু পরীক্ষাও করান সে বিষয়ে জোর দিতে হবে।’
বাচ্চাদেরও নিয়মিত চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘অনেক বাচ্চারই পরীক্ষা ভালো না করার পেছনে এই চক্ষু রোগ দায়ী। এতে বাচ্চারা মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য ৫ বছর বয়সে স্কুলে ভর্তির আগে বাচ্চাদের চক্ষু পরীক্ষা করাতে হবে।’
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এ ছাড়া লায়ন্স জেলা কনভেনশন চেয়ারপারসন নওজাত সারওয়াত ইসলাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত চলে ক্যাম্পেইন। এতে ডিআরইউর প্রায় ২০০ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সেবা নেন।

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
১ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে