নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে ওয়াসা ও গণপূর্তের মালিকানাধীন তিনটি ভবনসহ ১৭ ভবনের কর্তৃপক্ষ সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে ১৪ মামলায় ২ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ডিএসসিসির এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, মতিঝিল, হাজারীবাগ, কদমতলী, দনিয়া ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড ও সেন্ট্রাল রোড এলাকার অভিযানে আদালত ৩০টি স্থাপনা পরিদর্শন করেন এবং একটি বাড়ি ও দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়া ১০ নং ওয়ার্ডের মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকার অভিযানে আদালত ৫০টি ভবন পরিদর্শন করেন আদালত। এ সময় রাজারবাগ পুলিশ লাইনসে টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গণপূর্তের নির্মাণাধীন তিনটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩ মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডের ১৫টি স্থাপনা পরিদর্শন এবং মশার লার্ভা পাওয়ায় গ্রীন এগ্রো ট্যানারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা; কাজী আলাউদ্দিন রোড এলাকায় ২৫টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন এবং আজাহার মার্কেট কর্তৃপক্ষকে ৫০ হাজার ও একটি ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা; ৫০ নং ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার ২০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন এবং একটি একটি বাড়ি ও একটি দোকান মালিককে ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জনতাবাগ, দনিয়া ও কদমতলী এলাকার অভিযানে আদালত ৫৯টি স্থাপনা পরিদর্শন করেন এবং ৬টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
ডিএনসিসির উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে ৪টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা, পল্লবী এলাকায় পরিচালিত অভিযানে ৫টি মামলায় ২ লাখ ৫ হাজার টাকা, বনানী বারিধারা এলাকায় পরিচালিত অভিযানে ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে তিনটি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে ওয়াসা ও গণপূর্তের মালিকানাধীন তিনটি ভবনসহ ১৭ ভবনের কর্তৃপক্ষ সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে ১৪ মামলায় ২ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ডিএসসিসির এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, মতিঝিল, হাজারীবাগ, কদমতলী, দনিয়া ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড ও সেন্ট্রাল রোড এলাকার অভিযানে আদালত ৩০টি স্থাপনা পরিদর্শন করেন এবং একটি বাড়ি ও দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়া ১০ নং ওয়ার্ডের মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকার অভিযানে আদালত ৫০টি ভবন পরিদর্শন করেন আদালত। এ সময় রাজারবাগ পুলিশ লাইনসে টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গণপূর্তের নির্মাণাধীন তিনটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩ মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডের ১৫টি স্থাপনা পরিদর্শন এবং মশার লার্ভা পাওয়ায় গ্রীন এগ্রো ট্যানারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা; কাজী আলাউদ্দিন রোড এলাকায় ২৫টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন এবং আজাহার মার্কেট কর্তৃপক্ষকে ৫০ হাজার ও একটি ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা; ৫০ নং ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার ২০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন এবং একটি একটি বাড়ি ও একটি দোকান মালিককে ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জনতাবাগ, দনিয়া ও কদমতলী এলাকার অভিযানে আদালত ৫৯টি স্থাপনা পরিদর্শন করেন এবং ৬টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
ডিএনসিসির উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে ৪টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা, পল্লবী এলাকায় পরিচালিত অভিযানে ৫টি মামলায় ২ লাখ ৫ হাজার টাকা, বনানী বারিধারা এলাকায় পরিচালিত অভিযানে ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে তিনটি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২২ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
২ ঘণ্টা আগে