নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল থেকে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। প্রতিটি ফটকেই থাকবে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী। এ ছাড়া প্রায় সবখানেই লাগানো হবে সিসিটিভি। নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করলে নেওয়া হবে ব্যবস্থা। আজ শনিবার বিভিন্ন স্থান পরিদর্শনের পর সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈঠকের বিষয়ে উল্লেখ করে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতি নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমরা বারের সভাপতি এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। তবে আইনজীবী ও বিচারপ্রার্থীরা যাতে প্রবেশের ক্ষেত্রে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে এবং মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে। আর জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেট বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। তবে বার কাউন্সিল সংলগ্ন গেট দিয়ে গাড়ি শুধু বের হতে পারবে, ভেতরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশের গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের নেতা-কর্মীদের পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগ। হামলার শিকার হন কয়েকজন আইনজীবী এবং তাঁদের সহকারীরাও। পাশাপাশি আইনজীবী তৈমুর আলম খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ছাড়া নিরাপত্তা নিয়ে বৈঠক করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আগামীকাল থেকে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। প্রতিটি ফটকেই থাকবে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী। এ ছাড়া প্রায় সবখানেই লাগানো হবে সিসিটিভি। নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করলে নেওয়া হবে ব্যবস্থা। আজ শনিবার বিভিন্ন স্থান পরিদর্শনের পর সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈঠকের বিষয়ে উল্লেখ করে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতি নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমরা বারের সভাপতি এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। তবে আইনজীবী ও বিচারপ্রার্থীরা যাতে প্রবেশের ক্ষেত্রে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে এবং মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে। আর জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেট বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। তবে বার কাউন্সিল সংলগ্ন গেট দিয়ে গাড়ি শুধু বের হতে পারবে, ভেতরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশের গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের নেতা-কর্মীদের পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগ। হামলার শিকার হন কয়েকজন আইনজীবী এবং তাঁদের সহকারীরাও। পাশাপাশি আইনজীবী তৈমুর আলম খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ছাড়া নিরাপত্তা নিয়ে বৈঠক করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে