নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিক্ষোভ, হট্টগোল ও ডিম ছোড়াছুড়ির মধ্যেই দায়িত্ব গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কমিটি। আজ রোববার দুপুরে নবনির্বাচিত সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির ও সেক্রেটারি মো. আব্দুন নূর দুলালের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভের মুখে মাত্র ১০ মিনিটেই অনুষ্ঠান শেষ করে বের হয়ে যান আওয়ামীপন্থী আইনজীবীরা। এ সময় তাঁদের দিকে ডিম ছুড়ে মারেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামীপন্থী আইনজীবী ও বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভে সারা দিনই উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।
এদিকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের দরজা বন্ধ করে দেওয়ায় এর সামনেই নবগঠিত অ্যাডহক কমিটি মতবিনিময় করে। কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ বলেন, ‘দুপুর ২টায় আইনজীবীদের সঙ্গে অডিটোরিয়ামে মতবিনিময় করার কথা ছিল। কিন্তু চর দখলের মতো তারা চারদিকে তালা মেরে রাখায় আমরা অডিটোরিয়ামের সামনেই মতবিনিময় করছি।’ এর আগে বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলামের নেতৃত্বে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা জানান তিনি।
গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, ভাঙচুর, আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন হচ্ছে না দাবি করে ভোট থেকে বিরত থাকে বিএনপি সমর্থিত আইনজীবীরা। পরে ১৪ পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়।
আর ৩০ মার্চ ‘সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ’র ব্যানারে তলবি সভা ডেকে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং আইনজীবী শাহ্ আহমেদ বাদলকে সদস্যসচিব করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম। তাঁদের মতে, নতুন নির্বাচনের আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন কমিটির নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্ট বারের কার্যক্রম চলবে। সেই সঙ্গে নতুন ভোটার তালিকা প্রণয়ন করে আগামী ১৪ ও ১৫ জুন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিটি।

বিক্ষোভ, হট্টগোল ও ডিম ছোড়াছুড়ির মধ্যেই দায়িত্ব গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কমিটি। আজ রোববার দুপুরে নবনির্বাচিত সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির ও সেক্রেটারি মো. আব্দুন নূর দুলালের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভের মুখে মাত্র ১০ মিনিটেই অনুষ্ঠান শেষ করে বের হয়ে যান আওয়ামীপন্থী আইনজীবীরা। এ সময় তাঁদের দিকে ডিম ছুড়ে মারেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামীপন্থী আইনজীবী ও বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভে সারা দিনই উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।
এদিকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের দরজা বন্ধ করে দেওয়ায় এর সামনেই নবগঠিত অ্যাডহক কমিটি মতবিনিময় করে। কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ বলেন, ‘দুপুর ২টায় আইনজীবীদের সঙ্গে অডিটোরিয়ামে মতবিনিময় করার কথা ছিল। কিন্তু চর দখলের মতো তারা চারদিকে তালা মেরে রাখায় আমরা অডিটোরিয়ামের সামনেই মতবিনিময় করছি।’ এর আগে বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলামের নেতৃত্বে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা জানান তিনি।
গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, ভাঙচুর, আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন হচ্ছে না দাবি করে ভোট থেকে বিরত থাকে বিএনপি সমর্থিত আইনজীবীরা। পরে ১৪ পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়।
আর ৩০ মার্চ ‘সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ’র ব্যানারে তলবি সভা ডেকে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং আইনজীবী শাহ্ আহমেদ বাদলকে সদস্যসচিব করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম। তাঁদের মতে, নতুন নির্বাচনের আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন কমিটির নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্ট বারের কার্যক্রম চলবে। সেই সঙ্গে নতুন ভোটার তালিকা প্রণয়ন করে আগামী ১৪ ও ১৫ জুন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিটি।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩৮ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে