নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিক্ষোভ, হট্টগোল ও ডিম ছোড়াছুড়ির মধ্যেই দায়িত্ব গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কমিটি। আজ রোববার দুপুরে নবনির্বাচিত সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির ও সেক্রেটারি মো. আব্দুন নূর দুলালের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভের মুখে মাত্র ১০ মিনিটেই অনুষ্ঠান শেষ করে বের হয়ে যান আওয়ামীপন্থী আইনজীবীরা। এ সময় তাঁদের দিকে ডিম ছুড়ে মারেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামীপন্থী আইনজীবী ও বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভে সারা দিনই উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।
এদিকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের দরজা বন্ধ করে দেওয়ায় এর সামনেই নবগঠিত অ্যাডহক কমিটি মতবিনিময় করে। কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ বলেন, ‘দুপুর ২টায় আইনজীবীদের সঙ্গে অডিটোরিয়ামে মতবিনিময় করার কথা ছিল। কিন্তু চর দখলের মতো তারা চারদিকে তালা মেরে রাখায় আমরা অডিটোরিয়ামের সামনেই মতবিনিময় করছি।’ এর আগে বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলামের নেতৃত্বে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা জানান তিনি।
গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, ভাঙচুর, আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন হচ্ছে না দাবি করে ভোট থেকে বিরত থাকে বিএনপি সমর্থিত আইনজীবীরা। পরে ১৪ পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়।
আর ৩০ মার্চ ‘সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ’র ব্যানারে তলবি সভা ডেকে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং আইনজীবী শাহ্ আহমেদ বাদলকে সদস্যসচিব করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম। তাঁদের মতে, নতুন নির্বাচনের আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন কমিটির নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্ট বারের কার্যক্রম চলবে। সেই সঙ্গে নতুন ভোটার তালিকা প্রণয়ন করে আগামী ১৪ ও ১৫ জুন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিটি।

বিক্ষোভ, হট্টগোল ও ডিম ছোড়াছুড়ির মধ্যেই দায়িত্ব গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কমিটি। আজ রোববার দুপুরে নবনির্বাচিত সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির ও সেক্রেটারি মো. আব্দুন নূর দুলালের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভের মুখে মাত্র ১০ মিনিটেই অনুষ্ঠান শেষ করে বের হয়ে যান আওয়ামীপন্থী আইনজীবীরা। এ সময় তাঁদের দিকে ডিম ছুড়ে মারেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামীপন্থী আইনজীবী ও বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভে সারা দিনই উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।
এদিকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের দরজা বন্ধ করে দেওয়ায় এর সামনেই নবগঠিত অ্যাডহক কমিটি মতবিনিময় করে। কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ বলেন, ‘দুপুর ২টায় আইনজীবীদের সঙ্গে অডিটোরিয়ামে মতবিনিময় করার কথা ছিল। কিন্তু চর দখলের মতো তারা চারদিকে তালা মেরে রাখায় আমরা অডিটোরিয়ামের সামনেই মতবিনিময় করছি।’ এর আগে বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলামের নেতৃত্বে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা জানান তিনি।
গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, ভাঙচুর, আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন হচ্ছে না দাবি করে ভোট থেকে বিরত থাকে বিএনপি সমর্থিত আইনজীবীরা। পরে ১৪ পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়।
আর ৩০ মার্চ ‘সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ’র ব্যানারে তলবি সভা ডেকে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং আইনজীবী শাহ্ আহমেদ বাদলকে সদস্যসচিব করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম। তাঁদের মতে, নতুন নির্বাচনের আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন কমিটির নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্ট বারের কার্যক্রম চলবে। সেই সঙ্গে নতুন ভোটার তালিকা প্রণয়ন করে আগামী ১৪ ও ১৫ জুন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিটি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে