উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুলবুল আহমেদ, সজল আমিন, হিরণ মিয়া ও আবুল হোসেন ওরফে হাসান।
শামীম আহম্মেদ জানান, তুরাগের বাউনিয়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ২০ পিস ইয়াবাসহ বুলবুল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের সিভিল সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টার থেকে খুচরা মাদক কারবারি সজল আমিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছে থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে বিকেল ৫টার দিকে ১ হাজার পিস ইয়াবাসহ পাইকারি মাদক কারবারি হিরণ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
উপপরিচালক শামীম আহম্মেদ আরও বলেন, হিরণ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি মূল হোতার তথ্য দেয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক কারবারের মূল হোতা আবুল হোসেন ওরফে হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় আরেক মূল হোতা রবিউল ইসলামকে পাওয়া যায়নি। ওই বাসায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল।’
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেল বেলায়েত হোসেন ও উপপরিচালক জেরিন সুলতানা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এই চক্রের সদস্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুলবুল আহমেদ, সজল আমিন, হিরণ মিয়া ও আবুল হোসেন ওরফে হাসান।
শামীম আহম্মেদ জানান, তুরাগের বাউনিয়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ২০ পিস ইয়াবাসহ বুলবুল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের সিভিল সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টার থেকে খুচরা মাদক কারবারি সজল আমিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছে থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে বিকেল ৫টার দিকে ১ হাজার পিস ইয়াবাসহ পাইকারি মাদক কারবারি হিরণ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
উপপরিচালক শামীম আহম্মেদ আরও বলেন, হিরণ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি মূল হোতার তথ্য দেয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক কারবারের মূল হোতা আবুল হোসেন ওরফে হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় আরেক মূল হোতা রবিউল ইসলামকে পাওয়া যায়নি। ওই বাসায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল।’
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেল বেলায়েত হোসেন ও উপপরিচালক জেরিন সুলতানা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এই চক্রের সদস্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে