নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যার ঘটনায় আবাসন প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রোপার্টিজের কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন প্লেজেন্ট প্রোপার্টিজের কর্মকর্তা আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।
গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ১১-১২ জনকে আসামি করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান বলেন, জমির মালিকের সঙ্গে ও প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মধ্যে ভবন নির্মাণের চুক্তি ও ফ্ল্যাট হস্তান্তরের রেজিস্ট্রেশন হওয়ার পরও ডেভেলপার তৃতীয় পক্ষের কাছে সেটি বিক্রি করে। ওই ভবনের একটি ফ্ল্যাট কেনেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মামুন। মূলত তাঁর সঙ্গে বিরোধ তৈরি হয়। তবে সেই বিরোধে আবাসন কোম্পানিটি পক্ষ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মামুনের (তৃতীয় পক্ষ)। এটি নিয়েই বিরোধের সূত্রপাত।
তিনি আরও জানান, গতকাল সকালে জমির মালিকের ছেলে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম ভবনের ৭তলায় নিজের ফ্ল্যাটে কাজ করতে যান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের সহযোগিতায় ডেভেলপার কোম্পানির কর্মকর্তা আব্দুল লতিফসহ ২০ থেকে ২৫ জন তানজিল জাহান ইসলাম তামিমের ওপর হামলা করে। পরে আহত অবস্থায় তামিমকে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মালিক (ব্যবস্থাপনা পরিচালক) বিএনপির নেতা শেখ রবিউল আলমের নির্দেশে তাঁর লোকজন হামলা চালিয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। মামলার এজাহারে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পুলিশের ডিসি রুহুল কবির বলেন, ‘আমরা রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিচ্ছি না, আমরা অপরাধ ও অপরাধী হিসেবে দেখছি। সে যে–ই হোক, তাঁর দায় থাকলে অবশ্যই তাঁর বিরুদ্ধে আমরা চার্জশিট দেব। আমরা প্রাথমিকভাবে তাঁর (শেখ রবিউল আলম) সম্পৃক্ততা পাচ্ছি। এই ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা তদন্তে উঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া মাদকের ওই কর্মকর্তাকে মামলার ১ নম্বর আসামি করা হয়েছে। আমরা তাঁর সম্পৃক্ততার বিষয় তদন্ত করে দেখব। বিএনপি নেতা রবিউল ৩ নম্বর আসামি।’
রাজনৈতিক প্রভাব থাকায় পুলিশ এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়নি— এমন অভিযোগ প্রসঙ্গে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দায়িত্বে অবহেলার জন্য ইতিমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাঁর অবহেলা পেয়েছি।’

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যার ঘটনায় আবাসন প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রোপার্টিজের কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন প্লেজেন্ট প্রোপার্টিজের কর্মকর্তা আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।
গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ১১-১২ জনকে আসামি করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান বলেন, জমির মালিকের সঙ্গে ও প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মধ্যে ভবন নির্মাণের চুক্তি ও ফ্ল্যাট হস্তান্তরের রেজিস্ট্রেশন হওয়ার পরও ডেভেলপার তৃতীয় পক্ষের কাছে সেটি বিক্রি করে। ওই ভবনের একটি ফ্ল্যাট কেনেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মামুন। মূলত তাঁর সঙ্গে বিরোধ তৈরি হয়। তবে সেই বিরোধে আবাসন কোম্পানিটি পক্ষ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মামুনের (তৃতীয় পক্ষ)। এটি নিয়েই বিরোধের সূত্রপাত।
তিনি আরও জানান, গতকাল সকালে জমির মালিকের ছেলে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম ভবনের ৭তলায় নিজের ফ্ল্যাটে কাজ করতে যান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের সহযোগিতায় ডেভেলপার কোম্পানির কর্মকর্তা আব্দুল লতিফসহ ২০ থেকে ২৫ জন তানজিল জাহান ইসলাম তামিমের ওপর হামলা করে। পরে আহত অবস্থায় তামিমকে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মালিক (ব্যবস্থাপনা পরিচালক) বিএনপির নেতা শেখ রবিউল আলমের নির্দেশে তাঁর লোকজন হামলা চালিয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। মামলার এজাহারে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পুলিশের ডিসি রুহুল কবির বলেন, ‘আমরা রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিচ্ছি না, আমরা অপরাধ ও অপরাধী হিসেবে দেখছি। সে যে–ই হোক, তাঁর দায় থাকলে অবশ্যই তাঁর বিরুদ্ধে আমরা চার্জশিট দেব। আমরা প্রাথমিকভাবে তাঁর (শেখ রবিউল আলম) সম্পৃক্ততা পাচ্ছি। এই ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা তদন্তে উঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া মাদকের ওই কর্মকর্তাকে মামলার ১ নম্বর আসামি করা হয়েছে। আমরা তাঁর সম্পৃক্ততার বিষয় তদন্ত করে দেখব। বিএনপি নেতা রবিউল ৩ নম্বর আসামি।’
রাজনৈতিক প্রভাব থাকায় পুলিশ এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়নি— এমন অভিযোগ প্রসঙ্গে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দায়িত্বে অবহেলার জন্য ইতিমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাঁর অবহেলা পেয়েছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে