নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের মামলায় এক সরকারি কর্মকর্তাসহ আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তাঁরা সাক্ষ্য দেন। আজ সাক্ষ্যগ্রহণের সময়ও বিএনপির আইনজীবীরা আদালত এলাকায় মিছিল করেন। ধারাবাহিক সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল সমাবেশ করছেন।
আজ যারা সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশনা শাখার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, উত্তরার তিন নম্বর সেক্টরের সোনালী ব্যাংক নৌ সদর দপ্তর শাখার ব্যবস্থাপক খন্দকার শহিদুর রহমান, ইন্টারন্যাশনাল ট্রাভেলসের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, হিসাব ও প্রশাসন বিভাগের প্রধান শহীদুল ইসলাম ও বিক্রয় ব্যবস্থাপক এ কে এম হামিদুর রহমান। বিচারক মো. আছাদুজ্জামান তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন।
এর আগে গত ৩০ মে আদালতে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়। ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এর মধ্যে দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ৩১ মে আদালতের বাইরে বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীরা মুখোমুখি মিছিল করেন। এর মধ্যে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
তারেক ও জোবায়দা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না। গত কয়েক দিনে এ মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হলো। এ সপ্তাহের প্রতিদিন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
গত ২১ মে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জহিরুল হুদা সাক্ষ্য দেন। এর আগে গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের মামলায় এক সরকারি কর্মকর্তাসহ আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তাঁরা সাক্ষ্য দেন। আজ সাক্ষ্যগ্রহণের সময়ও বিএনপির আইনজীবীরা আদালত এলাকায় মিছিল করেন। ধারাবাহিক সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল সমাবেশ করছেন।
আজ যারা সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশনা শাখার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, উত্তরার তিন নম্বর সেক্টরের সোনালী ব্যাংক নৌ সদর দপ্তর শাখার ব্যবস্থাপক খন্দকার শহিদুর রহমান, ইন্টারন্যাশনাল ট্রাভেলসের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, হিসাব ও প্রশাসন বিভাগের প্রধান শহীদুল ইসলাম ও বিক্রয় ব্যবস্থাপক এ কে এম হামিদুর রহমান। বিচারক মো. আছাদুজ্জামান তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন।
এর আগে গত ৩০ মে আদালতে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়। ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এর মধ্যে দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ৩১ মে আদালতের বাইরে বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীরা মুখোমুখি মিছিল করেন। এর মধ্যে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
তারেক ও জোবায়দা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না। গত কয়েক দিনে এ মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হলো। এ সপ্তাহের প্রতিদিন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
গত ২১ মে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জহিরুল হুদা সাক্ষ্য দেন। এর আগে গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে