Ajker Patrika

ঢাবিতে ক্যানটিনমালিকের দাড়ি ছেঁড়ার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৪৯
ঢাবিতে ক্যানটিনমালিকের দাড়ি ছেঁড়ার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিনমালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলা এবং ম্যানেজার মুহাম্মদ মনিরকে মারধরের ঘটনায় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভিকে সাময়িক বহিষ্কার করেছে ঢাবি শাখা ছাত্রলীগ। 

আজ মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এর আগে গতকাল সোমবার দুপুরে মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে খাওয়ার পর অভির কাছে টাকা চাইলে বিকাশে টাকা তুলতে সমস্যা হচ্ছে বলে উল্লেখ করে পরে টাকা দেবে বললে উভয়ের মাঝে কথা-কাটাকাটি হয়। একই সঙ্গে আগের পাওনা ২ হাজার ৬৫০ টাকার কথাও বলা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভি ক্যানটিনমালিক ফাহিমকে কিল, ঘুষি এবং দাড়ি ধরে টান মারেন। দাড়ি ধরে টান মারলে দাড়ি ছিঁড়ে যায়। একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেছিলেন অভি। 

এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ফাহিম। এ ঘটনায় অভিকে সাময়িক বহিষ্কার করল ঢাবি শাখা ছাত্রলীগ।

সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে ৩ দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত