ঢাবি প্রতিনিধি

বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিনমালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলা এবং ম্যানেজার মুহাম্মদ মনিরকে মারধরের ঘটনায় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভিকে সাময়িক বহিষ্কার করেছে ঢাবি শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
এর আগে গতকাল সোমবার দুপুরে মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে খাওয়ার পর অভির কাছে টাকা চাইলে বিকাশে টাকা তুলতে সমস্যা হচ্ছে বলে উল্লেখ করে পরে টাকা দেবে বললে উভয়ের মাঝে কথা-কাটাকাটি হয়। একই সঙ্গে আগের পাওনা ২ হাজার ৬৫০ টাকার কথাও বলা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভি ক্যানটিনমালিক ফাহিমকে কিল, ঘুষি এবং দাড়ি ধরে টান মারেন। দাড়ি ধরে টান মারলে দাড়ি ছিঁড়ে যায়। একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেছিলেন অভি।
এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ফাহিম। এ ঘটনায় অভিকে সাময়িক বহিষ্কার করল ঢাবি শাখা ছাত্রলীগ।
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে ৩ দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।’

বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিনমালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলা এবং ম্যানেজার মুহাম্মদ মনিরকে মারধরের ঘটনায় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভিকে সাময়িক বহিষ্কার করেছে ঢাবি শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
এর আগে গতকাল সোমবার দুপুরে মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে খাওয়ার পর অভির কাছে টাকা চাইলে বিকাশে টাকা তুলতে সমস্যা হচ্ছে বলে উল্লেখ করে পরে টাকা দেবে বললে উভয়ের মাঝে কথা-কাটাকাটি হয়। একই সঙ্গে আগের পাওনা ২ হাজার ৬৫০ টাকার কথাও বলা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভি ক্যানটিনমালিক ফাহিমকে কিল, ঘুষি এবং দাড়ি ধরে টান মারেন। দাড়ি ধরে টান মারলে দাড়ি ছিঁড়ে যায়। একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেছিলেন অভি।
এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ফাহিম। এ ঘটনায় অভিকে সাময়িক বহিষ্কার করল ঢাবি শাখা ছাত্রলীগ।
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে ৩ দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।’

মেহেরপুরের গাংনীতে নতুন করে বৃদ্ধি পেয়েছে সরিষা চাষ। তেলের দাম বাড়ায় চাষিরা আবার সরিষা আবাদে আগ্রহী হয়েছেন। উপজেলার মাঠগুলো যেন হলুদ গালিচায় ঢাকা। সরিষা ফুলের মধু সংগ্রহে মৌমাছিরা ব্যস্ত, আর পথচারীরাও এর সৌন্দর্য উপভোগ করছেন।
৪ মিনিট আগে
পাউবোর নীলফামারী উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী বাদী হয়ে জলঢাকা থানায় শুক্র ও শনিবার পৃথক দুটি মামলা করেন। এতে ১৯ ও ২২ জনের নাম উল্লেখ করে ৬৯১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
২ ঘণ্টা আগে
নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসের একটি সংঘবদ্ধ চক্র নিয়মবহির্ভূতভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে। এর মাধ্যমে রোহিঙ্গারা পাচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব।
৮ ঘণ্টা আগে