ঢাবি প্রতিনিধি

বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিনমালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলা এবং ম্যানেজার মুহাম্মদ মনিরকে মারধরের ঘটনায় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভিকে সাময়িক বহিষ্কার করেছে ঢাবি শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
এর আগে গতকাল সোমবার দুপুরে মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে খাওয়ার পর অভির কাছে টাকা চাইলে বিকাশে টাকা তুলতে সমস্যা হচ্ছে বলে উল্লেখ করে পরে টাকা দেবে বললে উভয়ের মাঝে কথা-কাটাকাটি হয়। একই সঙ্গে আগের পাওনা ২ হাজার ৬৫০ টাকার কথাও বলা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভি ক্যানটিনমালিক ফাহিমকে কিল, ঘুষি এবং দাড়ি ধরে টান মারেন। দাড়ি ধরে টান মারলে দাড়ি ছিঁড়ে যায়। একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেছিলেন অভি।
এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ফাহিম। এ ঘটনায় অভিকে সাময়িক বহিষ্কার করল ঢাবি শাখা ছাত্রলীগ।
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে ৩ দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।’

বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিনমালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলা এবং ম্যানেজার মুহাম্মদ মনিরকে মারধরের ঘটনায় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভিকে সাময়িক বহিষ্কার করেছে ঢাবি শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
এর আগে গতকাল সোমবার দুপুরে মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে খাওয়ার পর অভির কাছে টাকা চাইলে বিকাশে টাকা তুলতে সমস্যা হচ্ছে বলে উল্লেখ করে পরে টাকা দেবে বললে উভয়ের মাঝে কথা-কাটাকাটি হয়। একই সঙ্গে আগের পাওনা ২ হাজার ৬৫০ টাকার কথাও বলা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভি ক্যানটিনমালিক ফাহিমকে কিল, ঘুষি এবং দাড়ি ধরে টান মারেন। দাড়ি ধরে টান মারলে দাড়ি ছিঁড়ে যায়। একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেছিলেন অভি।
এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ফাহিম। এ ঘটনায় অভিকে সাময়িক বহিষ্কার করল ঢাবি শাখা ছাত্রলীগ।
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে ৩ দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে