নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বাইরের টুরিস্টদের দেশের পর্যটন কেন্দ্রে আনতে হলে পর্যটন কেন্দ্রগুলোর পরিবেশ তুলে ধরার পরামর্শ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মেলায় এ কথা বলেন তিনি।
মাহবুব আলী বলেন, সম্বন্নিত উদ্যোগের মাধ্যমে উন্নতি করতে হবে। বিদেশি টুরিস্ট অবশ্যই আসবে। সেই পরিবেশটা তুলে ধরতে হবে। এ ছাড়া একটি মাস্টার প্ল্যান এই মাসেই তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।
কোভিডের পর এমন মেলা ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর কোনো জায়গাই একদিনে হয়নি। টেমস নদী দেখতে হাজারো মানুষ যায়, টেমস আগে দুর্গন্ধযুক্ত ছিল। সেখান থেকে আজকে এই পর্যায়ে আসছে। আমরাও উন্নত হব।
মাস্টারপ্ল্যান তুলে ধরতে অনেক সময় লাগার কারণ জানতে চাইলে মাহবুব আলী বলেন, ২০১৯ সালে কাজ শুরু করার পর করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে এর কাজ চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। এই ডিসেম্বরেই তা সবার সামনে তুলে ধরা হবে।
নিউইয়র্কে ফাইট চালু করার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সমস্ত প্রস্তুতিই আছে। এটা এখন একটা প্রেস্টিজ ইস্যু। কয়েকটা অডিট বাকি আছে সেগুলো দ্রুতই সম্পন্ন হবে এরপর ফাইট চালু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আবদুস সালাম আরেফ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের মধ্যে ব্যবসায়িক সংযোগ ও সম্পর্ক তৈরি হবে এবং দেশের জনসাধারণ বিশ্বব্যাপী ভ্রমণের তথ্য প্যাকেজ ও এয়ার টিকিট সম্পর্কে জানতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইউ এস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন) কামরুল ইসলাম বলেন, শুধু ব্যবসায়ী মানসিকতায় নয়, আমরা মানবিক থাকারও চেষ্টা করেছি। ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এমন কেউ অসুস্থতায় পরে আর্থিক সহায়তার দরকার হলে ইউএস বাংলা তাদের সেই আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড টুরিজম এক্সপো (বিআইটিটিই) নামে শুরু হওয়া আয়োজনটি আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত চলবে।

দেশের বাইরের টুরিস্টদের দেশের পর্যটন কেন্দ্রে আনতে হলে পর্যটন কেন্দ্রগুলোর পরিবেশ তুলে ধরার পরামর্শ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মেলায় এ কথা বলেন তিনি।
মাহবুব আলী বলেন, সম্বন্নিত উদ্যোগের মাধ্যমে উন্নতি করতে হবে। বিদেশি টুরিস্ট অবশ্যই আসবে। সেই পরিবেশটা তুলে ধরতে হবে। এ ছাড়া একটি মাস্টার প্ল্যান এই মাসেই তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।
কোভিডের পর এমন মেলা ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর কোনো জায়গাই একদিনে হয়নি। টেমস নদী দেখতে হাজারো মানুষ যায়, টেমস আগে দুর্গন্ধযুক্ত ছিল। সেখান থেকে আজকে এই পর্যায়ে আসছে। আমরাও উন্নত হব।
মাস্টারপ্ল্যান তুলে ধরতে অনেক সময় লাগার কারণ জানতে চাইলে মাহবুব আলী বলেন, ২০১৯ সালে কাজ শুরু করার পর করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে এর কাজ চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। এই ডিসেম্বরেই তা সবার সামনে তুলে ধরা হবে।
নিউইয়র্কে ফাইট চালু করার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সমস্ত প্রস্তুতিই আছে। এটা এখন একটা প্রেস্টিজ ইস্যু। কয়েকটা অডিট বাকি আছে সেগুলো দ্রুতই সম্পন্ন হবে এরপর ফাইট চালু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আবদুস সালাম আরেফ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের মধ্যে ব্যবসায়িক সংযোগ ও সম্পর্ক তৈরি হবে এবং দেশের জনসাধারণ বিশ্বব্যাপী ভ্রমণের তথ্য প্যাকেজ ও এয়ার টিকিট সম্পর্কে জানতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইউ এস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন) কামরুল ইসলাম বলেন, শুধু ব্যবসায়ী মানসিকতায় নয়, আমরা মানবিক থাকারও চেষ্টা করেছি। ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এমন কেউ অসুস্থতায় পরে আর্থিক সহায়তার দরকার হলে ইউএস বাংলা তাদের সেই আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড টুরিজম এক্সপো (বিআইটিটিই) নামে শুরু হওয়া আয়োজনটি আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত চলবে।

গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৬ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১০ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে