
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাট-বাজারের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ১০টি ইউনিয়নের ১৩টি স্থায়ী হাট-বাজারের টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দিন ছিল আজ। মোগরাপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী কাইকারটেক হাটটি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সমর্থক রোমান বাদশা। এদিকে বেলা ১১টায় উপজেলা পরিষদে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির সমর্থক সজল মিয়া ও তাঁর লোকজন ওই হাটের দরপত্র জমা দেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি নান্নুর সমর্থক ও মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজীব, যুবলীগের কর্মী সাগর, হৃদয়, অনিক, পলাশ, পায়েলসহ যুবলীগের ২০-২৫ জনের একটি দল এসে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ারঘটনা ঘটে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
এই সংঘর্ষের ঘটনায় সোহাগ রনির সমর্থক শেখ মেহেদী হাসান, সজল মিয়া, জাবেদ মিয়া, পারভেজ মিয়া, রানা, মিরাজ হোসেন, আব্দুল আলী, বাবুসহ ১২ জন আহত হন। অন্যদিকে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর পক্ষের ফারুক প্রধান, রবিউল প্রধানসহ তিনজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে সোহাগ রনির সমর্থক শেখ মেহেদী হাসান, জাবেদ, সজলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের উপজেলা পরিষদ থেকে বের করে দেন। পরে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সেলিম মিয়া বলেন, ‘যুবলীগের সমর্থকেরা দীর্ঘদিন ধরে হাটটি পরিচালনা করে আসছিলেন। আমরা এ বছর টেন্ডার জমা দিতে গেলে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।’
মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়েছে। তাঁরা যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে আহত করে।’
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাট-বাজারের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ১০টি ইউনিয়নের ১৩টি স্থায়ী হাট-বাজারের টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দিন ছিল আজ। মোগরাপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী কাইকারটেক হাটটি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সমর্থক রোমান বাদশা। এদিকে বেলা ১১টায় উপজেলা পরিষদে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির সমর্থক সজল মিয়া ও তাঁর লোকজন ওই হাটের দরপত্র জমা দেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি নান্নুর সমর্থক ও মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজীব, যুবলীগের কর্মী সাগর, হৃদয়, অনিক, পলাশ, পায়েলসহ যুবলীগের ২০-২৫ জনের একটি দল এসে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ারঘটনা ঘটে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
এই সংঘর্ষের ঘটনায় সোহাগ রনির সমর্থক শেখ মেহেদী হাসান, সজল মিয়া, জাবেদ মিয়া, পারভেজ মিয়া, রানা, মিরাজ হোসেন, আব্দুল আলী, বাবুসহ ১২ জন আহত হন। অন্যদিকে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর পক্ষের ফারুক প্রধান, রবিউল প্রধানসহ তিনজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে সোহাগ রনির সমর্থক শেখ মেহেদী হাসান, জাবেদ, সজলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের উপজেলা পরিষদ থেকে বের করে দেন। পরে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সেলিম মিয়া বলেন, ‘যুবলীগের সমর্থকেরা দীর্ঘদিন ধরে হাটটি পরিচালনা করে আসছিলেন। আমরা এ বছর টেন্ডার জমা দিতে গেলে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।’
মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়েছে। তাঁরা যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে আহত করে।’
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে। এটা বাংলাদেশের জন্য অশনিসংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে সঠিকভাবে গড়তে হয়, তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে।’
৩৯ মিনিট আগে
নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।
১ ঘণ্টা আগে
তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার সকালে মেহেরপুরের তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তীব্র ঠান্ডায় স্কুলে যেতে দুর্ভোগে পড়েছে প্রাথমিক স্কুলের শিশুরা। সকালে হালকা কুয়াশা আর হিম বাতাসে কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে তারা।
১ ঘণ্টা আগে