নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ মেয়াদ বাড়ান।
আজ আদালতে সম্রাট হাজির ছিলেন। তাঁর পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা জামিন স্থায়ী করার আবেদন জানালে আদালত জামিন বর্ধিত করেন। অন্যদিকে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করার বিষয়ে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময় মঞ্জুর করেন এবং পরবর্তী তারিখ ধার্য করেন।
এই নিয়ে নয়বারের মতো অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো। গত ২১ জুন, ৬ জুলাই, ১১ আগস্ট, ২২ আগস্ট, ১৯ সেপ্টেম্বর, ২০ অক্টোবর, ৮ নভেম্বর ও ১১ ডিসেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি।
এদিকে সম্রাটের পাসপোর্ট সম্রাটের জিম্মায় দেওয়ার জন্য আবেদন করেন তাঁর আইনজীবী। আবেদনে বলা হয় সম্রাট গুরুতর অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন, এই কারণে পাসপোর্ট জিম্মায় নিতে ইচ্ছুক। ওই আবেদনও আগামী ধার্য তারিখে শুনানির জন্য রাখা হয়।
সম্রাট গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে গত বছর ২২ আগস্ট জামিন মঞ্জুর করেন আদালত। এ সময় তিনি বিদেশ যেতে পারবেন না। এর আগে গত বছর ২৪ মে সম্রাট আদালতে আত্মসমর্পণ করেন। ওই দিন তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত বছর ১৮ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। পরে আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ মেয়াদ বাড়ান।
আজ আদালতে সম্রাট হাজির ছিলেন। তাঁর পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা জামিন স্থায়ী করার আবেদন জানালে আদালত জামিন বর্ধিত করেন। অন্যদিকে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করার বিষয়ে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময় মঞ্জুর করেন এবং পরবর্তী তারিখ ধার্য করেন।
এই নিয়ে নয়বারের মতো অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো। গত ২১ জুন, ৬ জুলাই, ১১ আগস্ট, ২২ আগস্ট, ১৯ সেপ্টেম্বর, ২০ অক্টোবর, ৮ নভেম্বর ও ১১ ডিসেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি।
এদিকে সম্রাটের পাসপোর্ট সম্রাটের জিম্মায় দেওয়ার জন্য আবেদন করেন তাঁর আইনজীবী। আবেদনে বলা হয় সম্রাট গুরুতর অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন, এই কারণে পাসপোর্ট জিম্মায় নিতে ইচ্ছুক। ওই আবেদনও আগামী ধার্য তারিখে শুনানির জন্য রাখা হয়।
সম্রাট গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে গত বছর ২২ আগস্ট জামিন মঞ্জুর করেন আদালত। এ সময় তিনি বিদেশ যেতে পারবেন না। এর আগে গত বছর ২৪ মে সম্রাট আদালতে আত্মসমর্পণ করেন। ওই দিন তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত বছর ১৮ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। পরে আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২৫ মিনিট আগে
বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৭ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৭ ঘণ্টা আগে