ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার একটি বাসায় নাহিদ মাঝি (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনেরা জানিয়েছেন।
আজ বুধবার বেলা ৩টার দিকে ধলপুর কলস্টেরলের গলির একটি বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নাহিদের চাচা মো. হানিফ ব্যাপারী জানান, তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার গ্রামভাটিদা গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী ধলপুরের চারতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকে। নাহিদের বাবা মো. হারুন মাঝি প্রেসের ব্যবসা করেন। তবে নাহিদ কিছু করতেন না।
হানিফ আরও বলেন, ‘নাহিদ বেকার ছিল। বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল। বাইরে অন্য ছেলেদের সঙ্গে মিশে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এসব বিষয় নিয়ে নাহিদের মা নাজমা বেগম নাহিদকে বকাঝকা করে। দুপুড় থেকে দরজা বন্ধ করে নিজের রুমেই ছিল নাহিদ। বেলা ৩টার দিকে নাহিদের মা নাহিদকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী থেকে ওই যুবককে স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানান, বাসায় গলায় ফাঁস দিয়েছেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার একটি বাসায় নাহিদ মাঝি (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনেরা জানিয়েছেন।
আজ বুধবার বেলা ৩টার দিকে ধলপুর কলস্টেরলের গলির একটি বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নাহিদের চাচা মো. হানিফ ব্যাপারী জানান, তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার গ্রামভাটিদা গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী ধলপুরের চারতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকে। নাহিদের বাবা মো. হারুন মাঝি প্রেসের ব্যবসা করেন। তবে নাহিদ কিছু করতেন না।
হানিফ আরও বলেন, ‘নাহিদ বেকার ছিল। বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল। বাইরে অন্য ছেলেদের সঙ্গে মিশে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এসব বিষয় নিয়ে নাহিদের মা নাজমা বেগম নাহিদকে বকাঝকা করে। দুপুড় থেকে দরজা বন্ধ করে নিজের রুমেই ছিল নাহিদ। বেলা ৩টার দিকে নাহিদের মা নাহিদকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী থেকে ওই যুবককে স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানান, বাসায় গলায় ফাঁস দিয়েছেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৭ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে