Ajker Patrika

বিমানবন্দরে ৬ কোটি টাকার সৌদি রিয়াল ফেলে পালিয়েছে যাত্রী

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বিমানবন্দরে ৬ কোটি টাকার সৌদি রিয়াল ফেলে পালিয়েছে যাত্রী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজের মধ্যে ৬ কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল রেখে পালিয়েছেন দুবাইগামী মামুন নামের একজন যাত্রী। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন। 

আহমেদুর রেজা বলেন, বিমানবন্দরের ব্যাগেজ স্ক্যানিং রুম থেকে বুধবার রাত সাড়ে ৯টায় ওই লাগেজটি জব্দ করা হয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা কাস্টমস হাউসের যৌথ অভিযানে। পরে লাগেজ তল্লাশি করে বাংলাদেশি টাকায় ৬ কোটি টাকা মূল্যমানের ২২ লাখ ৯৯ হাজার ৫০০ সৌদি রিয়াল জব্দ করা হয়। তবে গ্রেপ্তার এড়াতে ওই লাগেজ ফেলেই পালিয়েছেন এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৫ ফ্লাইটে দুবাইগামী যাত্রী মামুন। 

ডিসি আহমেদুর রেজা চৌধুরী বলেন,‘এমিরেটস এয়ারলাইনসের চেকিংকালে ফ্লাইটের প্যাসেঞ্জার’স হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমের মেশিনে লাগেজটি স্ক্যান করা হলে মুদ্রা সদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। তখন লাগেজটির মালিককে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থা ও অ্যাভিয়েশন সিকিউরিটির উপস্থিতিতে লাগেজটি কাস্টমস হলে এনে খোলা হয়। লাগেজে থাকা ৩৪টি শার্টের ভেতরের কাগজের বোর্ডের মধ্যে মুদ্রাগুলো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল।’

ডিসি আরও বলেন, ‘যাত্রীকে খুঁজে না পাওয়ায় লাগেজের সঙ্গে থাকা ট্যাগ থেকে এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও অ্যাভিয়েশন সিকিউরিটির সহায়তায় যাত্রীর পরিচয় পাওয়া যায়। জানা যায়, যাত্রী মামুন খান এমিরেটস এয়ারলাইনসের (EK 585) ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য চেক ইন করেন। পরে তিনি গ্রেপ্তার এড়াতে ইমিগ্রেশন শেষ না করেই এয়ারপোর্ট থেকে পালিয়ে যান।’ 

ডিসি আহমেদুর রেজা চৌধুরী বলেন, ‘বৈদেশিক মুদ্রা জব্দের ঘটনায় লাগাজের ট্যাগে থাকা তথ্যের ভিত্তিতে যাত্রী মামুনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং শুল্ক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে জব্দকৃত বৈদেশিক মুদ্রা কাস্টমস গুদামে জমা প্রদান করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত