নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮-এর বিধি ৩৭ (৪) কেন অসাংবিধানিক এবং বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রুল জারি করেন।
ইঞ্জিনিয়ার এস এম আল ইমরানের করা এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন হাইকোর্ট। আইন সচিব, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট আটজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির। তাঁকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের।
প্রসঙ্গত, ডেসকোর এক দরপত্রে এস এম আল ইমরানের প্রতিষ্ঠান অ্যালায়েন্স পাওয়ার অংশ নিয়েছিল। দরপত্র মূল্যায়ন কমিটি এম এম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। পরে ইমরান কার্যাদেশ পাওয়া কোম্পানির দাখিল করা কিছু তথ্য চেয়ে আবেদন করেন। কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার বিধি ৩৭ (৪)-এর বিধান সংযুক্ত করে ডেসকো কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে গত বছরের ১ মার্চ রিট করেন ইমরান।
শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী বলেন, ওই বিধান অনুযায়ী সরকারি ক্রয়-সংক্রান্ত কোনো দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারের যেকোনো তথ্য অন্য কোন ঠিকাদারের কাছে প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে। এটি পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬-এর প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক এবং অংশগ্রহণকারী ঠিকাদার ও নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। তিনি বলেন, সরকারি ক্রয় কার্যক্রমের সব স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। ওই বিধান স্বচ্ছতা ও জবাবদিহির পরিপন্থী। এ ছাড়া এটি তথ্য অধিকার আইনের সঙ্গেও সাংঘর্ষিক।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮-এর বিধি ৩৭ (৪) কেন অসাংবিধানিক এবং বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রুল জারি করেন।
ইঞ্জিনিয়ার এস এম আল ইমরানের করা এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন হাইকোর্ট। আইন সচিব, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট আটজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির। তাঁকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের।
প্রসঙ্গত, ডেসকোর এক দরপত্রে এস এম আল ইমরানের প্রতিষ্ঠান অ্যালায়েন্স পাওয়ার অংশ নিয়েছিল। দরপত্র মূল্যায়ন কমিটি এম এম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। পরে ইমরান কার্যাদেশ পাওয়া কোম্পানির দাখিল করা কিছু তথ্য চেয়ে আবেদন করেন। কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার বিধি ৩৭ (৪)-এর বিধান সংযুক্ত করে ডেসকো কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে গত বছরের ১ মার্চ রিট করেন ইমরান।
শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী বলেন, ওই বিধান অনুযায়ী সরকারি ক্রয়-সংক্রান্ত কোনো দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারের যেকোনো তথ্য অন্য কোন ঠিকাদারের কাছে প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে। এটি পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬-এর প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক এবং অংশগ্রহণকারী ঠিকাদার ও নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। তিনি বলেন, সরকারি ক্রয় কার্যক্রমের সব স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। ওই বিধান স্বচ্ছতা ও জবাবদিহির পরিপন্থী। এ ছাড়া এটি তথ্য অধিকার আইনের সঙ্গেও সাংঘর্ষিক।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৭ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে