কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টায় উপজেলার কোকডহড়া ইউনিয়নের বানিয়ারা কাগুজিপাড়া বাজারসংলগ্ন জনৈক তালেবের বাড়ির পুকুর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিন কিশোরকে আটক করেছে।
নিহত স্কুলশিক্ষার্থী রাহাত হোসেন (১৩) আগবানিযারা গ্রামের মুদিদোকানি শাহাদত হোসেনের বড় ছেলে এবং বল্লা করপোরেশন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত রাহাত বাড়িতে না আসায় পার্শ্ববর্তী গ্রাম ও বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। দিবাগত রাত ৪টায় বাড়ির অদূরে জনৈক তালেবের বাড়ির পুকুরের পানিতে রাহাতের মরদেহ ভাসতে দেখে পাড়ে ওঠানো হয়। এরপর কালিহাতী থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার জানিয়েছে, তারা রাহাতের খুনিদের ফাঁসি চায়।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ‘আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। জিজ্ঞাসাবাদের জন্য তিন কিশোরকে সন্দেহজনক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত ও ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে মাতম। নিহতের মা আমিনা, বাবা শাহাদত, দাদি ছালেহা ও স্বজনেরা কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে বিচারের দাবিতে ক্ষোভ বিরাজ করছে।

টাঙ্গাইলের কালিহাতীতে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টায় উপজেলার কোকডহড়া ইউনিয়নের বানিয়ারা কাগুজিপাড়া বাজারসংলগ্ন জনৈক তালেবের বাড়ির পুকুর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিন কিশোরকে আটক করেছে।
নিহত স্কুলশিক্ষার্থী রাহাত হোসেন (১৩) আগবানিযারা গ্রামের মুদিদোকানি শাহাদত হোসেনের বড় ছেলে এবং বল্লা করপোরেশন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত রাহাত বাড়িতে না আসায় পার্শ্ববর্তী গ্রাম ও বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। দিবাগত রাত ৪টায় বাড়ির অদূরে জনৈক তালেবের বাড়ির পুকুরের পানিতে রাহাতের মরদেহ ভাসতে দেখে পাড়ে ওঠানো হয়। এরপর কালিহাতী থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার জানিয়েছে, তারা রাহাতের খুনিদের ফাঁসি চায়।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ‘আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। জিজ্ঞাসাবাদের জন্য তিন কিশোরকে সন্দেহজনক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত ও ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে মাতম। নিহতের মা আমিনা, বাবা শাহাদত, দাদি ছালেহা ও স্বজনেরা কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে বিচারের দাবিতে ক্ষোভ বিরাজ করছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৫ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে