জাবি প্রতিনিধি

নয়াপল্টনে পুলিশের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। আজ শুক্রবার বিকেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে বিকেল সাড়ে ৪টায় এ অবরোধ কর্মসূচি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের দুই শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী অংশ নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রলীগের একাধিক নেতা বলেন, ‘বিকেলে হঠাৎ করে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন আবাসিক হলের নেতা-কর্মীদের ফোন দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসতে বলে। মিছিলের কথা বলা হলেও একপর্যায়ে সড়ক অবরোধের নির্দেশ দেয় শীর্ষ নেতারা। ফলে এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।’
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘বিএনপির সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি নতুন করে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। তাঁরা উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাধাগ্রস্ত করছে। তাই দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নয়াপল্টনে পুলিশের ওপর হামলার প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেদিকে নজর রেখেছি।’
অবরোধে আটকা পড়া সাইদুল হাসান নামে এক যাত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রোষানলে পড়ে সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছি। এক ঘণ্টা ধরে গাড়িতে বসে থেকে অধৈর্য হয়ে এখন হেঁটে যাচ্ছি।’
ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রনি হোসেন বলেন, ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগ মহাসড়ক অবরোধ করেছে। আমরা ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা অল্পসময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছে।’
সহকারী প্রক্টরের বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই অবরোধ কর্মসূচি শেষ করে ছাত্রলীগ।

নয়াপল্টনে পুলিশের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। আজ শুক্রবার বিকেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে বিকেল সাড়ে ৪টায় এ অবরোধ কর্মসূচি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের দুই শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী অংশ নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রলীগের একাধিক নেতা বলেন, ‘বিকেলে হঠাৎ করে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন আবাসিক হলের নেতা-কর্মীদের ফোন দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসতে বলে। মিছিলের কথা বলা হলেও একপর্যায়ে সড়ক অবরোধের নির্দেশ দেয় শীর্ষ নেতারা। ফলে এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।’
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘বিএনপির সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি নতুন করে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। তাঁরা উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাধাগ্রস্ত করছে। তাই দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নয়াপল্টনে পুলিশের ওপর হামলার প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেদিকে নজর রেখেছি।’
অবরোধে আটকা পড়া সাইদুল হাসান নামে এক যাত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রোষানলে পড়ে সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছি। এক ঘণ্টা ধরে গাড়িতে বসে থেকে অধৈর্য হয়ে এখন হেঁটে যাচ্ছি।’
ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রনি হোসেন বলেন, ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগ মহাসড়ক অবরোধ করেছে। আমরা ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা অল্পসময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছে।’
সহকারী প্রক্টরের বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই অবরোধ কর্মসূচি শেষ করে ছাত্রলীগ।

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
৩ ঘণ্টা আগে