আজকের পত্রিকা ডেস্ক

ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সঠিক রোগী শনাক্ত করতেও কাজ করছে তারা।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম যথাযথ বাস্তবায়ন, সমন্বয় এবং নিবিড় তদারকি করা হচ্ছে। নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।’
এ ছাড়া, মাইকিং, লিফলেট বিতরণ, র্যালি এবং বাড়ি-বাড়ি গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ নভেম্বর ২০২৪ তারিখের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিএনসিসির তালিকায় ২৯২ জন ডেঙ্গু রোগী রয়েছে, তবে যাচাই করে দেখা গেছে আসল সংখ্যা মাত্র ৮৯ জন। বাকি ৪৮ জন রোগী ডিএনসিসি এলাকার বাইরে বসবাসকারী। অনেক রোগী আসলে উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা নন, বরং হাসপাতাল ও আত্মীয়দের ঠিকানা ব্যবহার করছেন।
ডিএনসিসি আরও জানায়, উত্তর সিটি করপোরেশনের ৩৬টি নগর মাতৃসদন ও মাতৃ কেন্দ্রে বিনা মূল্যে নাগরিকদের জন্য ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেশি হলেও সঠিক সময়ে রোগ নিরূপণ ও সঠিক চিকিৎসা প্রাপ্তি উত্তর সিটি করপোরেশনের রোগীদের জটিলতা ও মৃত্যুহার বহুলাংশে কমাতে সাহায্য করছে।

ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সঠিক রোগী শনাক্ত করতেও কাজ করছে তারা।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম যথাযথ বাস্তবায়ন, সমন্বয় এবং নিবিড় তদারকি করা হচ্ছে। নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।’
এ ছাড়া, মাইকিং, লিফলেট বিতরণ, র্যালি এবং বাড়ি-বাড়ি গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ নভেম্বর ২০২৪ তারিখের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিএনসিসির তালিকায় ২৯২ জন ডেঙ্গু রোগী রয়েছে, তবে যাচাই করে দেখা গেছে আসল সংখ্যা মাত্র ৮৯ জন। বাকি ৪৮ জন রোগী ডিএনসিসি এলাকার বাইরে বসবাসকারী। অনেক রোগী আসলে উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা নন, বরং হাসপাতাল ও আত্মীয়দের ঠিকানা ব্যবহার করছেন।
ডিএনসিসি আরও জানায়, উত্তর সিটি করপোরেশনের ৩৬টি নগর মাতৃসদন ও মাতৃ কেন্দ্রে বিনা মূল্যে নাগরিকদের জন্য ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেশি হলেও সঠিক সময়ে রোগ নিরূপণ ও সঠিক চিকিৎসা প্রাপ্তি উত্তর সিটি করপোরেশনের রোগীদের জটিলতা ও মৃত্যুহার বহুলাংশে কমাতে সাহায্য করছে।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৪ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে