আজকের পত্রিকা ডেস্ক

ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সঠিক রোগী শনাক্ত করতেও কাজ করছে তারা।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম যথাযথ বাস্তবায়ন, সমন্বয় এবং নিবিড় তদারকি করা হচ্ছে। নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।’
এ ছাড়া, মাইকিং, লিফলেট বিতরণ, র্যালি এবং বাড়ি-বাড়ি গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ নভেম্বর ২০২৪ তারিখের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিএনসিসির তালিকায় ২৯২ জন ডেঙ্গু রোগী রয়েছে, তবে যাচাই করে দেখা গেছে আসল সংখ্যা মাত্র ৮৯ জন। বাকি ৪৮ জন রোগী ডিএনসিসি এলাকার বাইরে বসবাসকারী। অনেক রোগী আসলে উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা নন, বরং হাসপাতাল ও আত্মীয়দের ঠিকানা ব্যবহার করছেন।
ডিএনসিসি আরও জানায়, উত্তর সিটি করপোরেশনের ৩৬টি নগর মাতৃসদন ও মাতৃ কেন্দ্রে বিনা মূল্যে নাগরিকদের জন্য ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেশি হলেও সঠিক সময়ে রোগ নিরূপণ ও সঠিক চিকিৎসা প্রাপ্তি উত্তর সিটি করপোরেশনের রোগীদের জটিলতা ও মৃত্যুহার বহুলাংশে কমাতে সাহায্য করছে।

ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সঠিক রোগী শনাক্ত করতেও কাজ করছে তারা।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম যথাযথ বাস্তবায়ন, সমন্বয় এবং নিবিড় তদারকি করা হচ্ছে। নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।’
এ ছাড়া, মাইকিং, লিফলেট বিতরণ, র্যালি এবং বাড়ি-বাড়ি গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ নভেম্বর ২০২৪ তারিখের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিএনসিসির তালিকায় ২৯২ জন ডেঙ্গু রোগী রয়েছে, তবে যাচাই করে দেখা গেছে আসল সংখ্যা মাত্র ৮৯ জন। বাকি ৪৮ জন রোগী ডিএনসিসি এলাকার বাইরে বসবাসকারী। অনেক রোগী আসলে উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা নন, বরং হাসপাতাল ও আত্মীয়দের ঠিকানা ব্যবহার করছেন।
ডিএনসিসি আরও জানায়, উত্তর সিটি করপোরেশনের ৩৬টি নগর মাতৃসদন ও মাতৃ কেন্দ্রে বিনা মূল্যে নাগরিকদের জন্য ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেশি হলেও সঠিক সময়ে রোগ নিরূপণ ও সঠিক চিকিৎসা প্রাপ্তি উত্তর সিটি করপোরেশনের রোগীদের জটিলতা ও মৃত্যুহার বহুলাংশে কমাতে সাহায্য করছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে