Ajker Patrika

কেউ কাজে ফাঁকি দেবেন না, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৪: ২০
কেউ কাজে ফাঁকি দেবেন না, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাদের

কেউ কাজে ফাঁকি দেবেন না। কাজে ফাঁকি দেওয়া মানে দেশকে ফাঁকি দেওয়া। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের মধ্যেও দেশ ভালো অবস্থায় চলছে। দেশে মহামারি নেই একেবারে বলা যাবে না। 

এবারের ঈদযাত্রায় ঘরমুখো মানুষ স্বস্তিদায়ক হয়েছে বলে মন্ত্রণালয় সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাদের। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেহেতু স্বস্তিদায়ক হয়েছে, তারা যাতে স্বস্তিমতো কর্মস্থলে ফিরে আসতে পারে সেদিকে খেয়াল রাখার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

ওবায়দুল কাদের বলেন, ‘এবার ঈদযাত্রায় কোথাও থেকে তেমন কোনো অভিযোগ আসেনি। কোনো অভিযোগ আসলে সেখানে আমাদের কেউ ছেড়ে কথা বলত না। গণমাধ্যম আমাদের ছেড়ে দিত না।’ 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল যাতায়াতের বিষয়টি দীর্ঘদিনের দাবি ছিল। এবার প্রধানমন্ত্রীর নির্দেশে সেই দাবি পূরণ হয়েছে। এতে তরুণ ও আরোহীরা যথেষ্ট শৃঙ্খলার পরিচয় দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত