নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর লকডাউনের পঞ্চম দিন রাজধানীর বনানীতে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এমনটি দেখা গেছে। বনানীতে গিয়ে দেখা যায়, এয়ারপোর্টের দিক থেকে যেসব গাড়ি মহাখালীর দিকে যাচ্ছিল, চেকপোস্টের আগে সবগুলোকে আলাদা লেন করে থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
শুধু অ্যাম্বুলেন্সের চালকদের জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দিতে দেখা যায়। তবে অন্য গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সগুলোও নির্ধারিত লেন দিয়ে চেকপোস্ট পার হতে হয়। প্রতিটি গাড়ি থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরোহীদের পরিচয়পত্র যাচাই করা হয়। ফলে নৌবাহিনীর প্রধান কার্যালয়ের পর থেকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বনানীর এই যানজটে আটকা পড়েন আমিনুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন থাকলেও এখানে ২৫ মিনিট ধরে আটকা আছি। পুরো রাস্তা ব্লক হয়ে যাওয়ায় কোনোভাবেই সামনে আগানো যাচ্ছে না।’
কঠোর লকডাউনের মধ্যে সড়ক একেবারেই ফাঁকা থাকায় হাতে কম সময় নিয়ে মতিঝিলে যেতে মানিকদী বাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বনানীতে এসে আটকে গেলাম। এখন অফিসে যেতে দেরি হয়ে যাবে। কঠোর লকডাউনের মধ্যেও এমন জ্যাম শুধু ঢাকাতেই দেখা সম্ভব।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন চলছে। এই সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারছেন। এবারের লকডাউন কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

কঠোর লকডাউনের পঞ্চম দিন রাজধানীর বনানীতে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এমনটি দেখা গেছে। বনানীতে গিয়ে দেখা যায়, এয়ারপোর্টের দিক থেকে যেসব গাড়ি মহাখালীর দিকে যাচ্ছিল, চেকপোস্টের আগে সবগুলোকে আলাদা লেন করে থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
শুধু অ্যাম্বুলেন্সের চালকদের জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দিতে দেখা যায়। তবে অন্য গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সগুলোও নির্ধারিত লেন দিয়ে চেকপোস্ট পার হতে হয়। প্রতিটি গাড়ি থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরোহীদের পরিচয়পত্র যাচাই করা হয়। ফলে নৌবাহিনীর প্রধান কার্যালয়ের পর থেকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বনানীর এই যানজটে আটকা পড়েন আমিনুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন থাকলেও এখানে ২৫ মিনিট ধরে আটকা আছি। পুরো রাস্তা ব্লক হয়ে যাওয়ায় কোনোভাবেই সামনে আগানো যাচ্ছে না।’
কঠোর লকডাউনের মধ্যে সড়ক একেবারেই ফাঁকা থাকায় হাতে কম সময় নিয়ে মতিঝিলে যেতে মানিকদী বাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বনানীতে এসে আটকে গেলাম। এখন অফিসে যেতে দেরি হয়ে যাবে। কঠোর লকডাউনের মধ্যেও এমন জ্যাম শুধু ঢাকাতেই দেখা সম্ভব।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন চলছে। এই সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারছেন। এবারের লকডাউন কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
২৬ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৪২ মিনিট আগে