গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের পুবাইল থেকে অপহৃত মা ও ছয় বছর বয়সী শিশুসন্তান ১৮ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও অপহৃতরা উদ্ধার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী।
এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়ের হওয়ার পর বাদীকে সঙ্গে নিয়ে মা ও শিশুসন্তানকে উদ্ধারের জন্য ইতিমধ্যে এজাহারনামীয় দুইজনসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছি। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। তাই ঘটনাটি পরিকল্পিত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তাদের উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
অপহৃতরা হলেন–গাজীপুর মহানগরীর পুবাইল থানার কামারগাঁও এলাকার নাজমুল হকের স্ত্রী জাকিয়া আক্তার রুমা (৩২) ও তাঁদের শিশুপুত্র নাঈমুল হক (৬)।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রুমা স্থানীয় মুক্তধারা বিদ্যানিকেতন থেকে শিশুপুত্রকে নিয়ে বাসায় ফেরার পথে সন্তানসহ অপহৃত হন। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি রুমার স্বামী বাদী হয়ে তাঁর ভাই আজমুল হক ও ভাবি তানিয়া হকসহ অজ্ঞাতনামাদের আসামি করে পুবাইল থানায় মামলা দায়ের করেন।
পরে পুলিশ নগরীর কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে রুমার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে। পুলিশ মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে আজমুল (৪৫) ও তাঁর স্ত্রী তানিয়া (৩৫) এবং পাবনার বেড়া থানার জয়নগর গ্রাম থেকে হাকিম আলীকে (৩০) গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তাররা অপহরণের দায় স্বীকার না করায় পুলিশ ঘটনার কোনো কূলকিনারা করতে পারছে না।
এ বিষয়ে মামলার বাদী নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, তিনি ও তাঁর ভাই পরিবার নিয়ে পুবাইল কামারগাঁওয়ের পৈতৃক বাড়িতে বসবাস করেন। বড় ভাই আজমুলের স্ত্রী তানিয়া মাদকসহ বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কাজে জড়িত। এ কারণে অপরিচিত লোকজন ওই বাড়িতে আসা-যাওয়া করে।
এ বিষয়ে নাজমুল ও তাঁর স্ত্রী রুমার সঙ্গে ভাই ও ভাবির দ্বন্দ্ব তৈরি হয়। তাঁদের বাড়ি থেকে বিতাড়নের জন্য মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করতেন তানিয়া। এ কারণে স্ত্রী-সন্তানকে ভাই ও ভাবি অপহরণ করেছেন বলে তাঁর ধারণা। স্ত্রী ও সন্তান অপহরণের পর নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘আমার নিজেরও এখন কোনো নিরাপত্তা নাই। তাই টঙ্গীতে এক আত্মীয়র বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। স্ত্রী ও একমাত্র সন্তানের চিন্তায় নাওয়া–খাওয়া ও ঘুম ছেড়ে দিয়েছি।’

গাজীপুরের পুবাইল থেকে অপহৃত মা ও ছয় বছর বয়সী শিশুসন্তান ১৮ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও অপহৃতরা উদ্ধার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী।
এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়ের হওয়ার পর বাদীকে সঙ্গে নিয়ে মা ও শিশুসন্তানকে উদ্ধারের জন্য ইতিমধ্যে এজাহারনামীয় দুইজনসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছি। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। তাই ঘটনাটি পরিকল্পিত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তাদের উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
অপহৃতরা হলেন–গাজীপুর মহানগরীর পুবাইল থানার কামারগাঁও এলাকার নাজমুল হকের স্ত্রী জাকিয়া আক্তার রুমা (৩২) ও তাঁদের শিশুপুত্র নাঈমুল হক (৬)।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রুমা স্থানীয় মুক্তধারা বিদ্যানিকেতন থেকে শিশুপুত্রকে নিয়ে বাসায় ফেরার পথে সন্তানসহ অপহৃত হন। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি রুমার স্বামী বাদী হয়ে তাঁর ভাই আজমুল হক ও ভাবি তানিয়া হকসহ অজ্ঞাতনামাদের আসামি করে পুবাইল থানায় মামলা দায়ের করেন।
পরে পুলিশ নগরীর কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে রুমার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে। পুলিশ মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে আজমুল (৪৫) ও তাঁর স্ত্রী তানিয়া (৩৫) এবং পাবনার বেড়া থানার জয়নগর গ্রাম থেকে হাকিম আলীকে (৩০) গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তাররা অপহরণের দায় স্বীকার না করায় পুলিশ ঘটনার কোনো কূলকিনারা করতে পারছে না।
এ বিষয়ে মামলার বাদী নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, তিনি ও তাঁর ভাই পরিবার নিয়ে পুবাইল কামারগাঁওয়ের পৈতৃক বাড়িতে বসবাস করেন। বড় ভাই আজমুলের স্ত্রী তানিয়া মাদকসহ বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কাজে জড়িত। এ কারণে অপরিচিত লোকজন ওই বাড়িতে আসা-যাওয়া করে।
এ বিষয়ে নাজমুল ও তাঁর স্ত্রী রুমার সঙ্গে ভাই ও ভাবির দ্বন্দ্ব তৈরি হয়। তাঁদের বাড়ি থেকে বিতাড়নের জন্য মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করতেন তানিয়া। এ কারণে স্ত্রী-সন্তানকে ভাই ও ভাবি অপহরণ করেছেন বলে তাঁর ধারণা। স্ত্রী ও সন্তান অপহরণের পর নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘আমার নিজেরও এখন কোনো নিরাপত্তা নাই। তাই টঙ্গীতে এক আত্মীয়র বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। স্ত্রী ও একমাত্র সন্তানের চিন্তায় নাওয়া–খাওয়া ও ঘুম ছেড়ে দিয়েছি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে