শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম মো. রেজাউল করিম (৪০)। পেশায় পোশাকশ্রমিক। ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করে পেশাদার অপরাধী চক্র।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজ শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নিহত রেজাউল নেত্রকোনা সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের এছাক মুন্সির ছেলে। তিনি শ্রীপুরে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের শাহাদাত হোসেন শান্ত (২৫), উজিলাব গ্রামের নূরুল ইসলাম ওরফে পাগলা মামু (৫২) ও নেত্রকোনা সদরের টেংগা গ্রামের জুলহাস (৩৪)।
ওসি জয়নাল জানান, ৯ মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ের মধ্যে কলাবাগানের ভেতরে একটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় হত্যার সঙ্গে চারজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাঁদের মধ্যে তিনজনকে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। সবাই পেশাদার সংঘবদ্ধ চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে শ্রীপুরসহ একাধিক থানায় মামলা রয়েছে।
ওসি বলেন, পোশাকশ্রমিক রেজাউল ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাধখলা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সংঘবদ্ধ চক্রটি পথ রোধ করে তাঁর কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি বাধা দিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গলায় গামছা পেঁচিয়ে মহাসড়কের পাশে ময়লার স্তূপের মধ্যে কলাবাগানে নিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে চলে যায়। লাশ উদ্ধারের পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। অভিযুক্তদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম মো. রেজাউল করিম (৪০)। পেশায় পোশাকশ্রমিক। ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করে পেশাদার অপরাধী চক্র।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজ শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নিহত রেজাউল নেত্রকোনা সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের এছাক মুন্সির ছেলে। তিনি শ্রীপুরে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের শাহাদাত হোসেন শান্ত (২৫), উজিলাব গ্রামের নূরুল ইসলাম ওরফে পাগলা মামু (৫২) ও নেত্রকোনা সদরের টেংগা গ্রামের জুলহাস (৩৪)।
ওসি জয়নাল জানান, ৯ মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ের মধ্যে কলাবাগানের ভেতরে একটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় হত্যার সঙ্গে চারজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাঁদের মধ্যে তিনজনকে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। সবাই পেশাদার সংঘবদ্ধ চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে শ্রীপুরসহ একাধিক থানায় মামলা রয়েছে।
ওসি বলেন, পোশাকশ্রমিক রেজাউল ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাধখলা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সংঘবদ্ধ চক্রটি পথ রোধ করে তাঁর কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি বাধা দিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গলায় গামছা পেঁচিয়ে মহাসড়কের পাশে ময়লার স্তূপের মধ্যে কলাবাগানে নিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে চলে যায়। লাশ উদ্ধারের পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। অভিযুক্তদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

দীপু-মালেক জুটির পতনের মূল কারণ আস্থার সংকট ও আর্থিক অসংগতি। দীর্ঘদিন নিজেদের হাতে ব্যবসা পরিচালনার পর দায়িত্ব দিয়েছেন কর্মকর্তাদের হাতে। কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে লেনদেন পরিচালনার সময় অনিয়ম ও অননুমোদিত লেনদেনের অভিযোগ ওঠে, যা পারস্পরিক সন্দেহের জন্ম দেয়।
৪ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনীল সাহার পাটের গুদামে আগুন লাগে।
৩৮ মিনিট আগে
বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীসহ দুই চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
২ ঘণ্টা আগে