মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) সকালে এই কর্মসূচি পালন করেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির ভুরঘাটায় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
সূত্রে জানা গেছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র দীর্ঘদিন ধরে ডাসার উপজেলায় হয়ে আসছে। এদিকে ডাসার উপজেলার পরীক্ষার্থীদের কেন্দ্র ডাসারেই হয়। এতে নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র না থাকায় ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। তাই কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন করে আসছে পরীক্ষার্থীরা।
গত ১০ দিন ধরে প্রশাসন তাদের আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই আগে ঘোষণা দেওয়া কর্মসূচির অংশ হিসেবে আজ কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে নানান স্লোগান দেন। এতে ঘণ্টাব্যাপী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তাঁদের দাবি মেনে না দিলে আগামী দিনে স্থায়ীভাবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থী সামি, রাতুল, সিমা, মাহমুদাসহ একাধিক শিক্ষার্থী জানায়, ‘আমাদের উপজেলায় পরীক্ষার কেন্দ্র না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। আমরা কিছুতেই অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দেব না।’
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।’

মাদারীপুরের কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) সকালে এই কর্মসূচি পালন করেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির ভুরঘাটায় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
সূত্রে জানা গেছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র দীর্ঘদিন ধরে ডাসার উপজেলায় হয়ে আসছে। এদিকে ডাসার উপজেলার পরীক্ষার্থীদের কেন্দ্র ডাসারেই হয়। এতে নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র না থাকায় ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। তাই কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন করে আসছে পরীক্ষার্থীরা।
গত ১০ দিন ধরে প্রশাসন তাদের আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই আগে ঘোষণা দেওয়া কর্মসূচির অংশ হিসেবে আজ কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে নানান স্লোগান দেন। এতে ঘণ্টাব্যাপী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তাঁদের দাবি মেনে না দিলে আগামী দিনে স্থায়ীভাবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থী সামি, রাতুল, সিমা, মাহমুদাসহ একাধিক শিক্ষার্থী জানায়, ‘আমাদের উপজেলায় পরীক্ষার কেন্দ্র না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। আমরা কিছুতেই অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দেব না।’
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে