উত্তরা (ঢাকা) প্রতিনিধি

২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক। ভারতে চিকিৎসা শেষে কৃত্রিম খুলি নিয়ে তিনি আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভারতের নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় আহত নায়েক আব্দুর রাজ্জাক নয়াদিল্লি থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। বর্তমানে তাঁর মাথায় কৃত্রিম খুলি রয়েছে।’
এডিসি তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘নায়েক রাজ্জাকের সঙ্গে চিকিৎসকেরাও রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, বিমানে আসার সময় দুইবার বমি করেছেন। দুই মাস পর হঠাৎ বাইরে বের হওয়ার কারণে এমনটা হতে পারে বলে ধারণা চিকিৎসকদের।’
তিনি বলেন, ‘রাজ্জাকের সঙ্গে আমরা কথা বলেছি। সে আমাদের সঙ্গে রেসপন্স করেছে। বিমানবন্দর থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে তাঁর চিকিৎসা সেখানেই চলবে।’
এর আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় নাইটিঙ্গেল মোড়ের কাছে মাথায় আঘাত পান রাজ্জাক। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৯ নভেম্বর দিল্লির অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়।
৫৫ বছর বয়সী পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক। ভারতে চিকিৎসা শেষে কৃত্রিম খুলি নিয়ে তিনি আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভারতের নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় আহত নায়েক আব্দুর রাজ্জাক নয়াদিল্লি থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। বর্তমানে তাঁর মাথায় কৃত্রিম খুলি রয়েছে।’
এডিসি তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘নায়েক রাজ্জাকের সঙ্গে চিকিৎসকেরাও রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, বিমানে আসার সময় দুইবার বমি করেছেন। দুই মাস পর হঠাৎ বাইরে বের হওয়ার কারণে এমনটা হতে পারে বলে ধারণা চিকিৎসকদের।’
তিনি বলেন, ‘রাজ্জাকের সঙ্গে আমরা কথা বলেছি। সে আমাদের সঙ্গে রেসপন্স করেছে। বিমানবন্দর থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে তাঁর চিকিৎসা সেখানেই চলবে।’
এর আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় নাইটিঙ্গেল মোড়ের কাছে মাথায় আঘাত পান রাজ্জাক। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৯ নভেম্বর দিল্লির অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়।
৫৫ বছর বয়সী পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে