নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। গত শুক্রবার ডিবির লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে। পরে আজ রোববার তাদের চাকরিচ্যুত করে বিমান কর্তৃপক্ষ। চাকরিচ্যুতরা হলেন—আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।
চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. যাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা বিমানের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া প্রশ্নফাঁসের বিষয়ে বিমানের তদন্ত কমিটি কাজ করছে।’
পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত রয়েছে। নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তারা পরিকল্পনা শুরু করে দেন কীভাবে প্রশ্ন ফাঁস করবেন এবং কীভাবে বিতরণ করবেন। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার আগের দিন চার-পাঁচ জন মিলে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি ফাঁস করেন। পরে বিমানের গ্রেপ্তার হওয়া কর্মীরা ফাঁস হওয়া প্রশ্ন টাকা নিয়ে সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিতরণ করেন। এই প্রশ্ন তারা সর্বোচ্চ সাত লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছে। এছাড়া গরিব পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়ে তারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়েছে যে তাদের বাড়ি কিংবা জমিজমা লিখে দেবে।
গতকাল শনিবার অভিযুক্ত আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের ছয় দিনের রিমান্ডে পাঠান।
আরও পড়ুন:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। গত শুক্রবার ডিবির লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে। পরে আজ রোববার তাদের চাকরিচ্যুত করে বিমান কর্তৃপক্ষ। চাকরিচ্যুতরা হলেন—আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।
চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. যাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা বিমানের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া প্রশ্নফাঁসের বিষয়ে বিমানের তদন্ত কমিটি কাজ করছে।’
পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত রয়েছে। নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তারা পরিকল্পনা শুরু করে দেন কীভাবে প্রশ্ন ফাঁস করবেন এবং কীভাবে বিতরণ করবেন। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার আগের দিন চার-পাঁচ জন মিলে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি ফাঁস করেন। পরে বিমানের গ্রেপ্তার হওয়া কর্মীরা ফাঁস হওয়া প্রশ্ন টাকা নিয়ে সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিতরণ করেন। এই প্রশ্ন তারা সর্বোচ্চ সাত লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছে। এছাড়া গরিব পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়ে তারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়েছে যে তাদের বাড়ি কিংবা জমিজমা লিখে দেবে।
গতকাল শনিবার অভিযুক্ত আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের ছয় দিনের রিমান্ডে পাঠান।
আরও পড়ুন:

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে