নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফীন চিত্রনায়িকা পরীমণিকে সাড়ে ৩ কোটি টাকার বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন– কয়েকটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছে। গতকাল সোমবার সিটি ব্যাংকের হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান ব্যাংকের পক্ষে গুলশান থানায় এই জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, মিথ্যা-বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে একটি চক্র সিটি ব্যাংক থেকে চাঁদাবাজির পাঁয়তারা করছে।
গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া পরীমণিকে গাড়ি দেওয়ার সংবাদের ব্যাপারে মাসরুর আরেফীন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ডাহা মিথ্যা কথা। আমি একদমই চিন্তিত না। যারা সুনামহানি করছেন, তাঁদের ব্যাপারে আজকে জিডি হয়েছে। ভবিষ্যতে মামলাও হবে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, থানায় জিডি হয়েছে। আমরা জিডির বিষয়টি তদন্ত করে দেখছি।
গুলশান থানার জিডিতে গাজী এম শওকত হাসান বলেছেন, সিটি ব্যাংক অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অভিনেত্রীর বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে দি সিটি ব্যাংক লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে একটি মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে। এসব তথ্যকে পুঁজি করে সমাজের কিছু স্বার্থান্বেষী, প্রতারক ও চাঁদাবাজ বিভিন্নভাবে ব্যাংকের কর্মকর্তাদের নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত আছে অথবা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় এবং ব্যাংক হতে অবৈধ পন্থায় অর্থ লাভের আশায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। ভবিষ্যতে করতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফীন চিত্রনায়িকা পরীমণিকে সাড়ে ৩ কোটি টাকার বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন– কয়েকটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছে। গতকাল সোমবার সিটি ব্যাংকের হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান ব্যাংকের পক্ষে গুলশান থানায় এই জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, মিথ্যা-বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে একটি চক্র সিটি ব্যাংক থেকে চাঁদাবাজির পাঁয়তারা করছে।
গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া পরীমণিকে গাড়ি দেওয়ার সংবাদের ব্যাপারে মাসরুর আরেফীন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ডাহা মিথ্যা কথা। আমি একদমই চিন্তিত না। যারা সুনামহানি করছেন, তাঁদের ব্যাপারে আজকে জিডি হয়েছে। ভবিষ্যতে মামলাও হবে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, থানায় জিডি হয়েছে। আমরা জিডির বিষয়টি তদন্ত করে দেখছি।
গুলশান থানার জিডিতে গাজী এম শওকত হাসান বলেছেন, সিটি ব্যাংক অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অভিনেত্রীর বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে দি সিটি ব্যাংক লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে একটি মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে। এসব তথ্যকে পুঁজি করে সমাজের কিছু স্বার্থান্বেষী, প্রতারক ও চাঁদাবাজ বিভিন্নভাবে ব্যাংকের কর্মকর্তাদের নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত আছে অথবা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় এবং ব্যাংক হতে অবৈধ পন্থায় অর্থ লাভের আশায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। ভবিষ্যতে করতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৪ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে