নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে পরস্পরের মধ্যে ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ বিমানের দুটি উড়োজাহাজ উড়তে প্রস্তুত। প্রকৌশলীদের চেষ্টায় এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের সহায়তায় স্বল্প সময়ের মধ্যে উড্ডয়নক্ষম করা হয়েছে বলে জানিয়েছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানের দক্ষ প্রকৌশলীরা বাংলা নববর্ষের শুরুতেই তাঁদের নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। তবে দুর্ঘটনার বিষয়টি এখনো তদন্তাধীন।
রোববার (১০ এপ্রিল) উড়োজাহাজ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র্যাডম নষ্ট হয়ে যায়। আর বোয়িং ৭৩৭ উড়োজাহাজের লেজের ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার ভেঙে যায়। সোমবার (১১ এপ্রিল) এই সংঘর্ষ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় বিমান। তিন দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (১২ এপ্রিল) হ্যাঙ্গারে প্রবেশের সময় এক উড়োজাহাজের সঙ্গে আরেকটির ধাক্কা লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সাত কার্যদিবসের মধ্যে চার সদস্যের এই কমিটিতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামকে আহ্বায়ক করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজনসহ আরও তিনজনকে সদস্য করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরেজমিন অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দাখিল করতে হবে। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সুপারিশ দেবে এই কমিটি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে পরস্পরের মধ্যে ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ বিমানের দুটি উড়োজাহাজ উড়তে প্রস্তুত। প্রকৌশলীদের চেষ্টায় এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের সহায়তায় স্বল্প সময়ের মধ্যে উড্ডয়নক্ষম করা হয়েছে বলে জানিয়েছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানের দক্ষ প্রকৌশলীরা বাংলা নববর্ষের শুরুতেই তাঁদের নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। তবে দুর্ঘটনার বিষয়টি এখনো তদন্তাধীন।
রোববার (১০ এপ্রিল) উড়োজাহাজ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র্যাডম নষ্ট হয়ে যায়। আর বোয়িং ৭৩৭ উড়োজাহাজের লেজের ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার ভেঙে যায়। সোমবার (১১ এপ্রিল) এই সংঘর্ষ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় বিমান। তিন দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (১২ এপ্রিল) হ্যাঙ্গারে প্রবেশের সময় এক উড়োজাহাজের সঙ্গে আরেকটির ধাক্কা লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সাত কার্যদিবসের মধ্যে চার সদস্যের এই কমিটিতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামকে আহ্বায়ক করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজনসহ আরও তিনজনকে সদস্য করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরেজমিন অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দাখিল করতে হবে। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সুপারিশ দেবে এই কমিটি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে