নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দুই সহযোগী শরফুল হাসান ওরফে মিশু হাসানকে নয় দিন ও মাসুদুল জিসানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পাঁচটি মামলায় রিমান্ডের পৃথক এই আদেশ দেন।
দুপুরের পর দুজনকে আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা পৃথক পৃথকভাবে চারটি পৃথক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান। অন্যদিকে দুই আসামির পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন।
ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে শুনানি হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিশুর বিরুদ্ধে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিসানের বিরুদ্ধে জাল ভারতীয় মুদ্রা রাখার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
মিশুর বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আদালত তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এদিকে এই দুজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে ভাটারা থানায় দায়ের করা এক মামলায় আরও ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত এই মামলায় এক দিন করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন।
এদিক খিলক্ষেত থানায় জিসানের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় জিসানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আদালত তিন দিন মঞ্জুর করেন।
আদালত প্রত্যেক মামলায় দুজনেরই জামিনের আবেদন নামঞ্জুর করেন।
গত বুধবার দুপুরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে দুজনকে আটক করে র্যাব। পরে অস্ত্র, জাল ভারতীয় মুদ্রা, মাদক, অশ্লীল ছবিসহ ডিভাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভাটারা থানায় চারটি ও খিলক্ষেত থানায় একটি মামলা করে।

মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দুই সহযোগী শরফুল হাসান ওরফে মিশু হাসানকে নয় দিন ও মাসুদুল জিসানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পাঁচটি মামলায় রিমান্ডের পৃথক এই আদেশ দেন।
দুপুরের পর দুজনকে আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা পৃথক পৃথকভাবে চারটি পৃথক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান। অন্যদিকে দুই আসামির পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন।
ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে শুনানি হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিশুর বিরুদ্ধে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিসানের বিরুদ্ধে জাল ভারতীয় মুদ্রা রাখার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
মিশুর বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আদালত তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এদিকে এই দুজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে ভাটারা থানায় দায়ের করা এক মামলায় আরও ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত এই মামলায় এক দিন করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন।
এদিক খিলক্ষেত থানায় জিসানের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় জিসানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আদালত তিন দিন মঞ্জুর করেন।
আদালত প্রত্যেক মামলায় দুজনেরই জামিনের আবেদন নামঞ্জুর করেন।
গত বুধবার দুপুরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে দুজনকে আটক করে র্যাব। পরে অস্ত্র, জাল ভারতীয় মুদ্রা, মাদক, অশ্লীল ছবিসহ ডিভাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভাটারা থানায় চারটি ও খিলক্ষেত থানায় একটি মামলা করে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩০ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে