নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ করেছেন এক পাকিস্তানি নারী। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ তাঁকে উদ্ধার করে। গতকাল রোববার বিকেলে দারুসসালাম থানার লালকুঠি বড় বাজার এলাকা থেকে ওই নারী ফোন করে অভিযোগ জানান।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ শাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার বিকেলে লালকুঠির বড় বাজার এলাকার বাসুপাড়া থেকে একজন ইংরেজিভাষী নারী ৯৯৯-এ ফোন করেন। তিনি জানান, তিনি পাকিস্তানের নাগরিক এবং তাঁর তিন মাস বয়সী এক সন্তান রয়েছে।
ওই নারী অভিযোগ করেন, তাঁর স্বামী নোবেল আহমেদ (২৭) ও শাশুড়ি প্রায় প্রতিদিন তাঁকে মারধর করেন এবং একটি কক্ষে আটকে রাখেন। তিনি বলেন, ‘আমি অনেকটা বন্দিজীবনের মতো অবস্থায় আছি।’
ওই নারী আরও জানান, তাঁর পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে এবং তিনি পাকিস্তানে ফিরে যেতে চান। পরে ৯৯৯-এর ইংরেজি ডেস্কের কলটেকার কনস্টেবল সুমাইয়া জাহান ও প্লাবন দেব বিষয়টি দ্রুত দারুসসালাম থানায় জানান। তদারক করছিলেন ডিসপাচার এসআই বিরেন চন্দ্র দাশ।
নারীটি সঠিক ঠিকানা জানাতে না পারলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। এরপর দারুসসালাম থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ২৫ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই নারীর ননদ ও স্বামীর পরিবারের অন্যান্য সদস্য থানায় উপস্থিত হয়ে ওই নারীর পাসপোর্ট ফেরত দেন। তাঁরা প্রতিশ্রুতি দেন, তিন মাস বয়সী শিশুটির পাসপোর্ট তৈরি করে আগামী ১০ দিনের মধ্যে মা-ছেলেকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করবেন।
পুলিশ জানায়, পরে ওই নারী নিজ ইচ্ছায় তাঁর ননদের জিম্মায় ফিরে যান এবং কোনো লিখিত অভিযোগ দিতে রাজি হননি।

রাজধানীতে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ করেছেন এক পাকিস্তানি নারী। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ তাঁকে উদ্ধার করে। গতকাল রোববার বিকেলে দারুসসালাম থানার লালকুঠি বড় বাজার এলাকা থেকে ওই নারী ফোন করে অভিযোগ জানান।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ শাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার বিকেলে লালকুঠির বড় বাজার এলাকার বাসুপাড়া থেকে একজন ইংরেজিভাষী নারী ৯৯৯-এ ফোন করেন। তিনি জানান, তিনি পাকিস্তানের নাগরিক এবং তাঁর তিন মাস বয়সী এক সন্তান রয়েছে।
ওই নারী অভিযোগ করেন, তাঁর স্বামী নোবেল আহমেদ (২৭) ও শাশুড়ি প্রায় প্রতিদিন তাঁকে মারধর করেন এবং একটি কক্ষে আটকে রাখেন। তিনি বলেন, ‘আমি অনেকটা বন্দিজীবনের মতো অবস্থায় আছি।’
ওই নারী আরও জানান, তাঁর পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে এবং তিনি পাকিস্তানে ফিরে যেতে চান। পরে ৯৯৯-এর ইংরেজি ডেস্কের কলটেকার কনস্টেবল সুমাইয়া জাহান ও প্লাবন দেব বিষয়টি দ্রুত দারুসসালাম থানায় জানান। তদারক করছিলেন ডিসপাচার এসআই বিরেন চন্দ্র দাশ।
নারীটি সঠিক ঠিকানা জানাতে না পারলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। এরপর দারুসসালাম থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ২৫ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই নারীর ননদ ও স্বামীর পরিবারের অন্যান্য সদস্য থানায় উপস্থিত হয়ে ওই নারীর পাসপোর্ট ফেরত দেন। তাঁরা প্রতিশ্রুতি দেন, তিন মাস বয়সী শিশুটির পাসপোর্ট তৈরি করে আগামী ১০ দিনের মধ্যে মা-ছেলেকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করবেন।
পুলিশ জানায়, পরে ওই নারী নিজ ইচ্ছায় তাঁর ননদের জিম্মায় ফিরে যান এবং কোনো লিখিত অভিযোগ দিতে রাজি হননি।

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
৫ মিনিট আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
৮ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
১ ঘণ্টা আগে