কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তিনটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত এবং অপর একটি ট্রাকের চালক আহত হয়েছেন।
নিহত শাহিন আলম (৩০) ঢাকা মেট্রো-ট-১৫-৬৫২৮নং ট্রাকের চালক ও বগুড়ার শেরপুর উপজেলার মাগুরগাড়ী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। আহত ট্রাকচালক মো. রফিকুল ইসলাম (৪০) ঢাকা মেট্রো-ট-১৬-০০৪৪নং ট্রাকের চালক ও টাঙ্গাইল সদর উপজেলার গালা এলাকার দানেছ আলীর ছেলে।
আজ রোববার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালককে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে সল্লা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত ধীরগতিতে চলাচল করে যানবাহন।
এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুস্তাফিজুর রহমান জানান, নিহত ট্রাকচালক সিমেন্ট নিয়ে বগুড়ার শেরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছালে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাকের চালক শাহিন মারা যান। গুরতর আহত হন বালুবাহী ট্রাকের চালক রফিকুল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তিনটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত এবং অপর একটি ট্রাকের চালক আহত হয়েছেন।
নিহত শাহিন আলম (৩০) ঢাকা মেট্রো-ট-১৫-৬৫২৮নং ট্রাকের চালক ও বগুড়ার শেরপুর উপজেলার মাগুরগাড়ী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। আহত ট্রাকচালক মো. রফিকুল ইসলাম (৪০) ঢাকা মেট্রো-ট-১৬-০০৪৪নং ট্রাকের চালক ও টাঙ্গাইল সদর উপজেলার গালা এলাকার দানেছ আলীর ছেলে।
আজ রোববার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালককে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে সল্লা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত ধীরগতিতে চলাচল করে যানবাহন।
এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুস্তাফিজুর রহমান জানান, নিহত ট্রাকচালক সিমেন্ট নিয়ে বগুড়ার শেরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছালে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাকের চালক শাহিন মারা যান। গুরতর আহত হন বালুবাহী ট্রাকের চালক রফিকুল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৬ ঘণ্টা আগে